Shahrukh Khan

মাদককাণ্ডে ছেলেকে বাঁচানোর আকুতি, শাহরুখ ও সমীর ওয়াংখেড়ের ‘চ্যাট’ ফাঁস!

“দয়া করে ওদের ছাড় দিতে বলুন। আমার ছেলেকে বাড়ি ফিরতে দিন। অনুরোধ করা ছাড়া আমার কিছুই বলার বা করার নেই,” ভাইরাল হওয়া স্ক্রিনশটে শাহরুখের মেসেজ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ মে ২০২৩ ২০:৪৩
Share:
Advertisement

মাদক মামলায় আরিয়ান খানের গ্রেফতারি। তার পরই বাবার আকুতি, “সমীর সাহেব আপনার সঙ্গে এক মিনিটের জন্য কথা বলতে পারি? জানি এটা অফিসিয়ালি ঠিক নয় হয়তো, কিন্তু পারি কি? এক বার বাবা হিসাবে আমি কথা বলতে পারি কি”? এনসিবি-র প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ে-র সঙ্গে শাহরুখের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ভাইরাল সমাজমাধ্যমে। ২২ দিন হাজতবাসের পর উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ছাড়া পান শাহরুখ-পুত্র। তার পর আরিয়ানকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে বলিউড বাদশাহের থেকে ২৫ কোটি টাকা আদায়ের অভিযোগ ওঠে সমীর ওয়াংখেড়ে’র বিরুদ্ধে। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য দু’জনের কথাবার্তার বিবরণ আদালতে জমা দেন সমীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement