Madhyamik 2023

প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল, পাশের হার ৮৬.১৫ শতাংশ, অকৃতকার্য ১ লক্ষেরও বেশি

পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় ফল প্রকাশ করল পর্ষদ। দুপুর ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা।

প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ১০:৫৬
Share:
Advertisement

প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এ বারে মাধ্যমিক দিয়েছিলেন।পাশ করেছেন ৫,৬৫,৪২৮ জন, অকৃতকার্য ১ লক্ষেরও বেশি। শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। দুপুর ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে নিজেদের রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এ বারের মার্কশিটে থাকছে কিউআর কোড-ও।

Advertisement

এ বারে পাশের হারে জেলাগুলির মধ্যে শীর্ষে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে কালিম্পং ও কলকাতা। ৬৯৭ পেয়ে প্রথম হয়েছেন কাটোয়ার দেবদত্তা মাঝি। মালদা থেকে সব থেকে বেশি সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছেন। কলকাতার থেকে কেউ জায়গা করে নিতে পারেননি প্রথম দশে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement