Joint Entrance Result 2023

২৬ দিনের মাথায় প্রকাশিত রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, কাউন্সেলিং জুনের শেষে

এ বছর প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী জয়েন্টে বসেছিলেন। বিকেল ৪টে থেকে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে বোর্ডের ওয়েবসাইট থেকে।

প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ১৫:০৪
Share:
Advertisement

৩০ এপ্রিল পরীক্ষা হয়েছিল। ২৬ দিনের মাথায় প্রকাশ পেল ফলাফল। শুক্রবার দুপুর ২.৩০-এ সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করলেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। এ বারে পরীক্ষায় বসেছিলেন ৯৭ হাজার ৫২৪ জন, যার মধ্যে ৭২ শতাংশ এ রাজ্যের বাসিন্দা। অধিকাংশই রাজ্য বোর্ডের বাসিন্দা। উত্তীর্ণ হয়েছেন ৯৬ হাজার ৯১৩ জন। মেধাতালিকায় প্রথম নাম ডিপিএস রুবি পার্কের ছাত্র মহম্মদ সাহিল আখতারের। দ্বিতীয় সোহম দাসও একই স্কুলের পড়ুয়া। তৃতীয় স্থানে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সারা মুখোপাধ্যায়।

জুনের শেষেই কাউন্সেলিং হবে বলে আশা বোর্ডের। গত কয়েক বছরের মতো এ বারেও তিনটি পর্যায়ে কাউন্সেলিং হবে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কাউন্সেলিং বিষয়ে একটি পুস্তিকাও প্রকাশ করবে বোর্ড। এ দিন সাংবাদিক বৈঠকে বোর্ড চেয়ারম্যান ছাত্রছাত্রীদের অনুরোধ করেন ওয়েবসাইটে লক্ষ্য রাখার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement