মাল্টিপ্লেক্সের সঙ্গে অসম লড়াইয়ে কাবু সিঙ্গল স্ক্রিন। বহু হল বন্ধ, কোনওক্রমে টিকে আছে বেশ কয়েকটি হল। দিন বদলাতে ‘মিনি সিনেমা হল’ তৈরির প্রকল্প রাজ্য সরকারের। উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেমন হবে এই সিনেমা হল? মিলবে কী সুবিধা?