মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন চাকরিহারা শিক্ষকদের পরীক্ষা দিতেই হবে। খবরটি শোনার পর মানসিকভাবে বিধস্ত চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সংসার, সন্তান, স্কুল সামলে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন? শুধু ২০১৬ সালের ব্যাচ নয়, নতুন প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় কতটা পেরে উঠবেন? চিন্তায় আন্দোলনরত শিক্ষকেরা।