টি-২০ বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেট দলের শোভাযাত্রা হয় মুম্বইয়ে। ভিড় সে দিন কম হয়নি। বুধবার বেঙ্গালুরুতে আরসিবি’র উৎসব কেড়ে নিল ১১ জনের প্রাণ। যাঁদের প্রত্যেকের বয়স তিরিশের নীচে। ভিড় নিয়ন্ত্রণে চরম অব্যবস্থা, গাফিলতি? কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন, বেঙ্গালুরু পুলিশ আর আরসিবি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাব? এত বড় দুর্ঘটনার দায় কার?