জি৭-এর আমন্ত্রণ আসতে দেরি হচ্ছিল। অনেকেই ধরে নেন এ বারে ভারত ডাক পাবে না। প্রায় শেষ মুহূর্তে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে আমন্ত্রণ জানান মোদীকে। কানাডার আগের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমল থেকে নয়াদিল্লি-অটোয়া সম্পর্ক তলানিতে। কার্নে কি জি৭-এর ছুতোয় ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টায়?