সদ্যই সামরিক সংঘর্ষবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান। এর মধ্যেই ফের চিনের সঙ্গে দ্বন্দ্বের আভাস নয়াদিল্লির। সম্প্রতি অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নতুন নাম ঘোষণা করে বেজিং। প্রতিবাদ জানাতে দেরি করেনি ভারত সরকার। এর আগেও একাধিক বার এ ভাবে নতুন নাম দেওয়ার কথা ঘোষণা করে চিন। কেন এই নামকরণের রাজনীতি? অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চিনের কিসের বিরোধ?