১৯ অগস্ট মন্ত্রিসভায় ছাড়পত্র। ২০ অগস্ট লোকসভায় পাশ। পরের দিন, পাশ রাজ্যসভায়। সময় লেগেছে মাত্র আধ ঘণ্টা। এর পর রাষ্ট্রপতি সই করলেই আইনে পরিণত হবে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল ২০২৫’। তার আগেই নতুন এই বিল নিয়ে তোলপাড়। বিরাট প্রভাব ভারতীয় ক্রিকেটে!