ইউরোপে গ্রীষ্মকাল। ফ্রান্স, স্পেন, তুরস্ক, গ্রিস। বিস্তীর্ণ বনাঞ্চল আগুনের কবলে। ধোঁয়ার কারণে বন্ধ মার্সেই বিমানবন্দর। দক্ষিণ ফ্রান্সে বিপর্যস্ত রেল পরিষেবাও। দাবানল সামলাতে নামানো হয়েছে হাজার খানেক দমকলকর্মীকে। জলবায়ু পরিবর্তনের কারণেই বাড়ছে দাবানলের সংখ্যা ও ভয়াবহতা, বলছেন পরিবেশকর্মীরা।