তাঁর তুলনা করা হয় আমেরিকার বামপন্থী ডেমোক্র্যাট নেতা বার্নি স্যান্ডার্সের সঙ্গে। তিনি দক্ষিণ কোরিয়ার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লি জে-মিয়ং। ২০২২-এর নির্বাচনে আগের প্রেসিডেন্ট ইওন সুক ইওলের কাছে সামান্য ব্যবধানে হেরে গিয়েছিলেন। তিন বছরের মধ্যে নাটকীয় পটপরিবর্তনের মধ্য দিয়ে মসনদে বসলেন লি। তাঁর জীবনে নাটকের শেষ নেই। বামঘেঁষা বলে পরিচিত লি-এর শাসনে কি চিন ও উত্তর কোরিয়ার সঙ্গে দূরত্ব কমবে সিওলের?