পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটাতে হবে। ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য মোট বকেয়া ডিএ-র পরিমাণ ₹৪১,৭৭০.৯৫ কোটি। এই হিসাব অনুযায়ী, ২৫ শতাংশ অর্থাৎ ₹১০,৪৪২.৭৩ কোটি টাকা আগামী চার মাসের মধ্যে মেটাতে হবে।