Narendra Modi

শুধু সন্দেশখালিই নয়, নরেন্দ্র মোদীর সভায় ভিড় নানা জেলার মহিলা সমর্থকদের

বুধবার বারাসতে নরেন্দ্র মোদীর সভায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছিলেন বিজেপির মহিলা সমর্থকেরা।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বারাসত শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ১৬:০২
Share:
Advertisement

সম্ভাবনা ছিল বারাসতের সভা থেকে ফের সন্দেশখালি নিয়ে সুর চড়াবেন মোদী। এ দিনের সভার নাম দেওয়া হয়েছিল ‘নারীশক্তি সম্মান সমাবেশ’। সেই মঞ্চ থেকে মোদী বললেন, “গোটা দেশে সন্দেশখালি ঝড় উঠবে।” মোদী যখন এ কথা বলছেন, তখন সভায় হাজির সন্দেশখালির প্রতিবাদী মেয়েরা। দ্বীপদেশের মহিলারা জানাচ্ছেন, তাঁরা প্রধানমন্ত্রীকে তাঁদের অভাব-অভিযোগের কথা, তৃণমূলের ‘অত্যাচারে’র কথা বলতে এসেছেন। শুধু সন্দেশখালির মেয়েরাই নন, রাজ্যের নানা প্রান্ত থেকে আসা মহিলা সমর্থকদের ঢল দেখা গেল এ দিনের সভায়। অনেকেরই অভিযোগ, আসার পথে বিভিন্ন জায়গায় তৃণমূলের বাধার মুখে পড়েছিলেন তাঁরা।

সোমবার থেকে বিজেপির মহিলা মোর্চা সর্বভারতীয় স্তরে ‘শক্তিবন্ধন’ নামে কর্মসূচি শুরু করেছে। বুধবার তিন দিনের সেই কর্মসূচি শেষ হল বারাসতে মোদীর বক্তৃতার মধ্যে দিয়ে। মোদীর এ দিনের বক্তৃতা দেশের সর্বত্র সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা নিয়েছিল মহিলা মোর্চা। রাজনীতি বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আগে বিজেপির অন্যতম চ্যালেঞ্জ রাজ্যে তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্কে চিড় ধরানো। সেই উদ্দেশ্যেই এ দিনের কর্মসূচির এ রকম চেহারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement