আরজি করের নিহত চিকিৎসক হয়ে উঠেছেন নারী নির্যাতনের বিরুদ্ধে গড়ে ওঠা সমবেত স্বর। সেই স্বর ছড়িয়ে দিতেই ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ সংগঠনের আয়োজন ‘অঙ্গীকার যাত্রা’। আট দিনের পদযাত্রা শেষে, দূরের বাধা, শারীরিক কষ্ট অতিক্রম করেও কলকাতার সমাপনী সমাবেশে এসে আলোর পথযাত্রী বহু নাগরিক। শামিল হলেন নিহত চিকিৎসকের মা-বাবাও।