Zakaria Street

রমজানে জমজমাট জ়াকারিয়া স্ট্রিট, কাবাব থেকে লাচ্ছা বিকোচ্ছে সবই, খাবারের গলিতে হচ্ছেটা কী?

শুরু হয়েছে রমজান মাস। রমজান মানেই নজর জ়াকারিয়া স্ট্রিটে। যদিও এ বছর বাংলাদেশি পর্যটকবিহীন জ়াকারিয়া স্ট্রিট কিছুটা ম্লান।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ২০:১২
Share:
Advertisement

নাখোদা মসজিদ সংলগ্ন রাস্তা গমগম করে এই এক মাস। রমজান মানেই যেন জ়াকারিয়া স্ট্রিট। ঊনবিংশ শতাব্দীতে এক মুসলিম ব্যবসায়ী হাজি নূর মহম্মদ জ়াকারিয়া আরমানিটোলা স্ট্রিটে থাকতে শুরু করেন। তাঁর নামেই জ়াকারিয়া স্ট্রিট। একটা সময় ছিল যখন এই এক মাসের রোজগারেই সারা বছর ভালো ভাবে কেটে যেত এখানকার ব্যবসায়ীদের। নোটবন্দির পর থেকে ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে বলেই আক্ষেপ করলেন ব্যবসায়ীদের। রমজান মাসে বাংলাদেশের পর্যটকেরাও আসতেন কলকাতায়। যদিও এ বছর বাংলাদেশি পর্যটকদের দেখা নেই জ়াকারিয়া স্ট্রিটে। একটা সময় ছিল যখন এই এক মাসের রোজগারেই সারা বছর ভালো ভাবে কেটে যেত এখানকার ব্যবসায়ীদের। নোটবন্দির পর থেকে ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে বলেই আক্ষেপ করলেন ব্যবসায়ীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement