জ়ুবিন গার্গের শেষ ছবি, ‘রই রই বিনালে’ মুক্তি পেয়েছে সপ্তাহখানেক আগে। জ়ুবিন-আবেগে ভেসে দর্শকেরা ভিড় জমিয়েছেন প্রেক্ষাগৃহে। টিকিটের জোগান দিতে না পেরে শো বাড়িয়েছেন হল মালিকেরা। সেই ছবির কিছু অংশ নেটমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিপাকে ইউটিউবার। গ্রেফতার করা হয়েছে তাঁকে।