viral video

স্পা ও যৌনতা বিনামূল্যে! হোটেলের অদ্ভুত বিজ্ঞাপনে চমকাল শহর, দায় এড়ালেন হোটেলমালিক

সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে প্রথমে হোটেল মালিক স্বীকার করে নিয়েছিলেন ডিসপ্লে বোর্ডটি হোটেলেরই। তাতে কী লেখা রয়েছে সে নিয়ে প্রশ্ন তুলতেই মালিক জানান, বোর্ডে প্রদর্শিত লেখাটি সম্পর্কে তিনি অবগত নন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৪:৫৮
Share:

ছবি: সংগৃহীত।

হোটেলের বোর্ডে অদ্ভুত বিজ্ঞাপন। তাতে লেখা, স্পা ও যৌনতা বিনামূল্যে! সেই ডি়জিটাল বিজ্ঞাপন দেখে চমকে উঠেছেন শহরবাসী। শহরের ঠিক প্রবেশপথে অবস্থিত হোটেলটি।হোটেলটি রাজস্থানের উদয়পুরের। হোটেলের বাইরে একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে লেখা, ‘বিনামূল্যে স্পা এবং সেক্স।’ লাল রঙের হরফে জ্বলজ্বল করছে বিজ্ঞাপনটি। সেই বোর্ড দেখে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা খোঁজখবর করতে হোটেলে গিয়ে উপস্থিত হন। এই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যম ভাইরাল হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘উদয়পুর নিউজে’র এক্স হ্যান্ডল থেকে সেই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে প্রথমে হোটেল মালিক স্বীকার করে নেন ডিসপ্লে বোর্ডটি হোটেলেরই। তাতে কী লেখা রয়েছে সে নিয়ে প্রশ্ন করায় মালিক অবাক হয়ে জানান, বোর্ডে প্রদর্শিত লেখাটি সম্পর্কে তিনি অবগত নন। সেটি দেখে তিনি বলতে থাকেন, ‘‘আরে এটা কোথা থেকে এল!’’ প্রতিবেদক এই বিষয়টি নিয়ে সমালোচনা করতেই তাঁর কর্মীদের উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন ওই হোটেলমালিক। তিনি তাঁর কর্মীদের চিৎকার করে বলতে শুরু করেন, ‘‘বোর্ডে কী দেখাচ্ছে? এটা বন্ধ করো।’’

প্রতিবেদক ওই হোটেলমালিককে জিজ্ঞাসা করেন, ‘‘আপনি স্পার নামে যৌনতার ব্যবসা চালাচ্ছেন?’’ জবাবে হোটেলমালিক জানান, স্পাটি তাঁর হোটেলের নিজস্ব নয়। স্পা সংস্থার সঙ্গে চুক্তি করে হোটেলে জায়গা দেওয়া হয়েছে। হোটেলমালিক ডিসপ্লে বোর্ডে লেখাটি দেওয়ার ব্যবস্থা করেছিলেন কিনা সেই তথ্যও সঠিক ভাবে জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement