Lottery News

উপকূলের ধারে ৩৫ কোটির প্রাসাদ, মালিকানা পেতে খরচ মাত্র ১২০০ টাকা! কারা দিচ্ছে, কী ভাবে মিলবে এই সুযোগ?

শুনলে স্বপ্ন মনে হলেও নামমাত্র দামে ৩৫ কোটি টাকার প্রাসাদের মালিকানা পাওয়ার সুযোগ করে দিচ্ছে একটি সংস্থা। তবে বাড়ির পরিবর্তে নগদ পুরস্কারও নিতে পারেন বিজয়ী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১০:৩৩
Share:

ছবি: সংগৃহীত।

ছ’টি বিশাল বিশাল শোয়ার ঘর। শৌচাগারই পাঁচটি। সমুদ্রের পারে তৈরি করা হয়েছে বিলাসবহুল এই প্রাসাদ। শুধু বাড়ি নয়, লাগোয়া একটি কমলালেবুর বাগানও রয়েছে। বাড়ির চৌহদ্দিতে রয়েছে সবুজ ঘাসের গালিচা মোড়া একটি সুসজ্জিত বাগান। দুধসাদা রঙের প্রাসাদে রয়েছে চোখধাঁধানো অন্দরসজ্জাও। ঠিক যেন ছবির পাতা থেকে উঠে আসা স্বপ্নের ঠিকানা।

Advertisement

এমন একটি বিলাসবহুল প্রাসাদের মালিক হতে গেলে খসাতে হবে মাত্র ১১৮০ টাকা! শুনলে স্বপ্ন মনে হলেও নামমাত্র দামে ৩৫ কোটি টাকার প্রাসাদের মালিকানা পাওয়ার সুযোগ করে দিচ্ছে একটি লটারি সংস্থা। ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সের উপকূল থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা এই প্রাসাদটি ১০ পাউন্ডে পেতে পারেন যে কেউই। লাকি ড্রয়ে যোগদান করে বাড়িটি হস্তগত করার সুযোগ করে দিচ্ছে ইংল্যান্ডের ওই লটারি সংস্থা। তবে চাইলে নগদ পুরস্কারও নিতে পারেন বিজয়ী।

৩১ অগস্ট রাত পৌনে ১২টা পর্যন্ত লটারির টিকিট কাটা যাবে। আয়োজক সংস্থাটি বিপণন কৌশল হিসাবে একটি লটারিতে দু’টি বাড়ি জেতার সুযোগ করে দিয়েছে ক্রেতাদের। প্রথমে একটি টিকিট কিনলে সেটি স্বয়ংক্রিয় ভাবে দ্বিতীয় ড্রয়ের জন্য বাছাই পর্বে চলে যাবে। কোনও অতিরিক্ত খরচ লাগবে না। একটি টিকিটে দু’টি স্বপ্নের বাড়ির মালিক হতে পারেন বিজয়ী। ওয়ারউইকশায়ারে ২৫ কোটি পাউন্ডের ঐতিহাসিক একটি বাড়ি জেতার সুযোগ পাওয়া যাবে। দু’টি বাড়ির মোট মূল্য ৬৫ কোটি টাকার কাছাকাছি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement