Bizarre

ব্যবসার কাজে তাইল্যান্ড গেলেন তরুণ, ভয়াবহ বন্যায় আটকে পড়তেই খোঁজ শুরু করলেন স্ত্রী, প্রকাশ্যে এল ভয়ঙ্কর সত্য

মালয়েশিয়ার বাসিন্দা ওই তরুণ ব্যবসায়িক কাজের সূত্রে তাইল্যান্ড যাচ্ছেন বলে স্ত্রীকে জানিয়েছিলেন। বন্যায় সেখানে আটকে পড়েন তরুণ। উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর স্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৪:২০
Share:

—প্রতীকী ছবি।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে জানিয়েছিলেন অফিসের কাজের সূত্রে সহকর্মীদের সঙ্গে বিদেশে যাচ্ছেন। সেখানে গিয়ে বন্যায় আটকে পড়েছিলেন স্বামী। উদ্বিগ্ন স্ত্রী উপায়ন্তর না দেখে সমাজমাধ্যমে স্বামীকে সাহায্য করার জন্য আর্তি জানান। অন্তঃসত্ত্বা তরুণীর ডাকে সাড়া দেন বিদেশে থাকা অনলাইনে পরিচিত এক বন্ধু। তরুণীর স্বামীর খোঁজ করতে হোটেলে যেতেই ফাঁস হয়ে যায় আসল ঘটনা। সেই ঘটনার কথাই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অন্তঃসত্ত্বা তরুণীর বান্ধবী।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, মালয়েশিয়ার বাসিন্দা ওই তরুণ ব্যবসায়িক কাজের সূত্রে তাইল্যান্ডে গিয়েছিলেন। তাঁর স্ত্রী চতুর্থ বারের জন্য অন্তঃসত্ত্বা ছিলেন। তরুণ তাঁর স্ত্রীকে জানিয়েছিলেন, সহকর্মীদের সঙ্গে তাইল্যান্ডের হাট ইয়েতে আছেন। সেখানে ভয়াবহ বন্যার খবর পেয়ে স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। সমাজমাধ্যমে পরিচিত তাইল্যান্ডর বাসিন্দা এক মহিলার কাছে সাহায্য চান। হানা নামের ওই মহিলা তাঁর পরিচিত আত্মীয়দের মাধ্যমে অন্তঃসত্ত্বা তরুণীর স্বামীর খোঁজ চালান। তরুণ যে হোটেলে থাকার কথা জানিয়েছিলেন সেই সূত্র ধরে হোটেলে অনুসন্ধান করতে গিয়ে প্রকাশিত হয় ভয়ঙ্কর সত্য। হোটেলে সহকর্মীর বদলে তরুণের সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা! হোটেলের একই ঘরে তাঁদের খুঁজে পান অনুসন্ধানকারীরা। গত চার দিন ধরে তাঁরা একসঙ্গে সময় কাটাচ্ছিলেন বলে সমাজমাধ্যমে জানিয়েছেন হানা। তরুণের বান্ধবীও জানতেন না যে প্রেমিক বিবাহিত এবং তাঁর স্ত্রী চতুর্থ বারের জন্য সন্তানসম্ভবা।

হানা জানিয়েছেন, এই গল্পটি ভাগ করে নেওয়ার কারণ সমাজমাধ্যমে মনোযোগ আকর্ষণের জন্য নয়। বরং স্ত্রীদের সতর্ক করে দেওয়া। স্বামীদের খুব সহজে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন তিনি। এই পোস্টটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘অন্তঃসত্ত্বা তরুণীর সত্যিটা জানার প্রয়োজন ছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement