Viral Video

গভীর জঙ্গলে বিষাক্ত সাপের কামড় খেয়ে হেসে উঠলেন তরুণ, জল ছিটিয়ে দিলেন সাপের গায়ে! তার পর…

গভীর জঙ্গলের মধ্যে মাটিতে বসে জল খাচ্ছেন এক তরুণ। হঠাৎই একটি সাপ লাফিয়ে এসে তরুণের হাঁটুতে একটি জোরালো কামড় বসাল। সেখানেই শেষ নয়, তরুণের মালাইচাকির উপরের জায়গাটা কামড়ে বেশ কিছু ক্ষণ ধরে রাখল সাপটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:৫৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

গভীর জঙ্গলের মধ্যে মাটিতে বসে জল খাচ্ছেন এক তরুণ। জল খাওয়া হয়ে গেলে মুখ থেকে বোতলটি মাটিতে নামিয়ে রাখলেন তিনি। আর তখনই ঘটল বিপদ। তরুণের পাশে ঘাপটি মেরে ছিল একটি সাপ। বোতলটি রাখতেই সাপটি লাফিয়ে এসে তরুণের হাঁটুতে একটি জোরালো কামড় বসাল। সেখানেই শেষ নয়, তরুণের মালাইচাকির উপরের জায়গাটা কামড়ে বেশ কিছু ক্ষণ ধরে রাখল সাপটি। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে পড়লেন তরুণ। পা ঝাঁকাতে ঝাঁকাতে পিছিয়ে গেলেন তিনি, সাপটি তখন পা থেকে ছিটকে নীচে পড়ে গেল। কিন্তু সাপের কামড় খেয়েও তরুণ ভাঙলেন, তবু মচকালেন না। উপরন্তু সাপের দিকে তাকিয়ে হেসে উঠলেন তিনি! চমকে দেওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গভীর জঙ্গলের ভিতর মাটির উপর হাত-পা ছড়িয়ে বসে রয়েছেন এক তরুণ। অনেক হাঁটার পর হয়তো তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন, তাই মাটির উপরেই বসে পড়েছেন তিনি। তাঁর হাতে রয়েছে একটি জলের বোতল। বোতলটি খুলে খানিকটা জল খেলেন তরুণ। জল খাওয়া হলে বোতলটিকে নিজের পাশে মাটির উপরই রেখে দিলেন। তার পরই নেমে এল বিপদ। তরুণের পাশেই চুপটি করে শুয়েছিল কালো রঙের একটি সাপ। বোতল রাখতেই সাপটি তেড়ে এল তরুণের দিকে। তরুণের হাঁটুর উপর বসাল একটি জোরালো ছোবল। আচমকা সাপের কামড় খেয়ে তরুণ হকচকিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন তিনি। কিন্তু সাপটি তার বিষদাঁতগুলো তরুণের হাঁটুতে বিঁধিয়েই রেখে দিল। তরুণ যেই উঠে দাঁড়ালেন, সাপটিও তরুণের হাঁটু কামড়ে ধরে ঝুলে পড়ল। ব্যাথায় ও আতঙ্কে তরুণ নিজের পা ঝাঁকাতে লাগলেন। সাপটি সঙ্গে সঙ্গে তরুণের হাঁটু থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। তার পরই ঘটল এক বিস্ময়কর ঘটনা। ব্যথায় কাতরানোর বদলে সাপটির দিকে তাকিয়ে হাসতে লাগলেন ওই তরুণ। দেখে মনে হল এ সব তাঁর কাছে কোনও ব্যাপারই না। তিনি প্রায়ই এমন কামড় খেয়ে থাকেন। তার পর বোতল থেকে মুখে জল নিয়ে সাপের গায়ে ছুড়েও মারলেন। চমকপ্রদ সেই ঘটনাই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘জেজাকসিয়াদেন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় তিন হাজার ২৪২ জন নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement