ছবি: সংগৃহীত।
বিবাহবিচ্ছেদ মানেই কি শুধু দুঃখ, সম্পর্ক ভাঙার বেদনা? মন ভার করে ঘরের কোনায় মুখ লুকিয়ে থাকা? কোনও কোনও ক্ষেত্রে বিচ্ছেদ আনতে পারে মুক্তির আস্বাদ। অন্তত সেটাই মনে করেন পাকিস্তানের তরুণী আজ়িমা ইহসান। তিন সন্তানের মা আজ়িমা সদ্যই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন। সম্পর্ক ভাঙার দুঃখে একাকিত্বকে বেছে না নিয়ে তিনি মেতে উঠেছেন আনন্দ উৎসবে। একটি অনুষ্ঠানে জমিয়ে নাচতে দেখা গিয়েছে তাঁকে। সমাজমাধ্যমে সেই নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন আজ়িমা। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে নীল রঙের একটি জমকালো শারারা পরে ‘মাঘরোঁ লা’ নামের কোক স্টুডিয়োর একটি জনপ্রিয় গানের ছন্দে তাল মেলাচ্ছেন। সেই ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন নেটাগরিকরা। সেই পোস্টে নাচের ভিডিয়োটির সঙ্গে নিজের মনের কথাও উজাড় করে দিয়েছেন আজ়িমা। বিবাহবিচ্ছেদ এবং বিশেষ করে মহিলাদের প্রতি সামাজিক ধারণা নিয়ে শক্তিশালী ও আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
তিনি লেখেন, একটি অসুখী দাম্পত্যজীবন বয়ে নিয়ে যাওয়া বিবাহবিচ্ছেদের চেয়েও খারাপ। আমরা এমন আচরণ করি যেন বিবাহবিচ্ছেদ একটি ভয়ানক শব্দ। এটি থেকেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। বিবাহবিচ্ছেদ কঠিন, হৃদয়বিদারক এবং একাকিত্বও ডেকে আনে। কিন্তু এমন একটি বিবাহে আটকে থাকা কি উচিত যেখানে নিঃশ্বাস নিতে পারা যায় না? এটি আরও খারাপ। একটি অসুখী দাম্পত্যজীবনে আটকে থাকা বিবাহবিচ্ছেদের চেয়েও খারাপ।
ভিডিয়ো দেখে অনেক নেটমাধ্যম ব্যবহারকারীই তাঁর সঙ্গে সহমত হয়েছেন। অনেকেই তাঁর সাহসিকতার প্রশংসা করে লিখেছেন, ‘‘আপনার জন্য রইল প্রচুর ভালবাসা।’’ কেউ কেউ আবার লিখেছেন ‘‘আপনার জন্য গর্ব বোধ করছি।’’