viral video

গায়ে জ্যাকেট, পেশাদারের মতো একাই জেট স্কি করছে সারমেয়! ভিডিয়ো দেখে মজল নেটপাড়া

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলের মধ্যে একটি গোল্ডেন রিট্রিভার জেট স্কির উপর বসে রয়েছে। গায়ে হলুদ জ্যাকেট। চলন্ত জেট স্কিতে অদ্ভুত শান্ত ভঙ্গিতে একাই বসে রয়েছে কুকুরটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১১:৩৭
Share:

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যায় কুকুরদের নানা রকম মজাদার কাণ্ডকারখানার ভিডিয়ো। পোষা কুকুরগুলি কখনও মালিকের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে। আবার কখনও দেখা গিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে প্রভুর জীবন বাঁচিয়ে দিয়েছে তারা। ফ্লরিডায় একটি গোল্ডেন রিট্রিভারের জেট স্কি চালানোর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সেটি নজর কেড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োটি সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলের মধ্যে একটি গোল্ডেন রিট্রিভার জেট স্কির উপর বসে রয়েছে। গায়ে হলুদ জ্যাকেট। চলন্ত জেট স্কিতে অদ্ভুত শান্ত ভঙ্গিতে একাই বসে রয়েছে কুকুরটি। প্রথমে ভিডিয়োটি দেখলে মনে হতে পারে কুকুরটি জেট স্কি বোটটি চালিয়ে নিয়ে যাচ্ছে। পরে দেখা গিয়েছে জেট স্কিয়ের সামনে জেট প্যাকে থাকা একটি ব্যক্তি সেটি টেনে নিয়ে যাচ্ছেন।

ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ অবাক হয়েছেন। শান্ত হয়ে জলের মধ্যে ঘুরে বেড়াতে থাকা গোল্ডেন রিট্রিভারটি প্রচুর দর্শকের মন জয় করে নিয়েছে। তবে কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারীর কাছে ভাল লাগেনি ভিডিয়োটি। তাঁরা মনে করেছেন এই ধরনের স্টান্ট কুকুরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। অনেকে এটিকে পশু নির্যাতনের সমার্থক বলে মন্তব্য করেছেন। ভিডিয়োটি কয়েক হাজার বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ৭ হাজারেরও বেশি ভালবাসার চিহ্ন জমা পড়েছে ভিডিয়োয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement