Uttar Pradesh

অন্যত্র বিয়ে ঠিক হয়েছে প্রেমিকার, রেগেমেগে টাওয়ারের মাথায় চড়ে বসলেন বাস্তবের ‘বীরু’! ভাইরাল ভিডিয়ো

প্রেমিকা অন্য কাউকে বিয়ে করছে জানতে পেরে ওই যুবক চরম পদক্ষেপ করেন। বিদ্যুতের খুঁটিতে উঠে সটান দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩২
Share:

ছবি: সংগৃহীত।

ঠিক যেন ‘শোলে’ চিত্রনাট্যের বাস্তব রূপ। প্রেমিকাকে বিয়ের জন্য রাজি করাতে না পেরে টাওয়ারে চড়ে বসলেন এক যুবক। উত্তরপ্রদেশের মুজাফফ্‌রনগরের ঘটনা। এখানে ওই তরুণের প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় তরুণ এই কাণ্ডটি করে বসেন বলে জানা গিয়েছে। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বি‌শাল এক বিদ্যুতের খুঁটির উপর চড়েছেন এক তরুণ। এই ঘটনাটি সুপারহিট বলিউড ছবি ‘শোলে’র একটি দৃশ্যের কথা মনে করিয়ে দেয়। যেখানে বীরুরূপী ধর্মেন্দ্র তাঁর প্রেমিকাকে বিয়ে করার বাসনায় জলের ট্যাঙ্কে উঠে পড়েছিল। একই ভাবে তাঁর প্রেমিকা অন্য কাউকে বিয়ে করছে জানতে পেরে ওই যুবক চরম পদক্ষেপ করেন। বিদ্যুতের খুঁটিতে উঠে সটান দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। নির্ভীক ভাবে দাঁড়িয়েছিলেন টাওয়ারের মাথায়। তাঁকে দেখতে রাস্তায় ভিড় জমে যায়। খুঁটি থেকে নেমে আসার জন্য বার বার অনুরোধ করা হয় তাঁকে।

সংবাদ প্রতিবেদন অনুসারে, যুবক টাওয়ারে উঠে উপর থেকে চিৎকার করতে শুরু করেন। তাঁর দাবি ছিল তাঁর বান্ধবীকে বিয়ে করার অনুমতি দেওয়া হোক। তিনি বার বার বলছিলেন যে, তাঁর ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত নীচে নামবেন না। এই ‘হাই ভোল্টেজ’ নাটকটি কিছু ক্ষণ ধরে চলতে থাকে এবং গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফোন করার সিদ্ধান্ত নেন তাঁরা। পুলিশ এসে তরুণকে উদ্ধার করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement