Viral Video

‘আমরা দুর্বল, পাপ করেছি, ঈশ্বর আমাদের রক্ষা করুন’! কান্নাভেজা গলায় আর্তি পাক সাংসদের

পাকিস্তানের সংসদে বক্তৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই পাক নেতা। বক্তব্য পেশ করতে গিয়ে কান্নায় গলা বুজে আসে তাঁর। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘পাকিস্তান যন্ত্রণার মধ্যে রয়েছে, তাই দেশের এই কঠিন সময়ে সমস্ত নাগরিককে একসঙ্গে পথ চলার অনুরোধ করছি।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৩:৫০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

পহেলগাঁওয়ের বদলার প্রত্যাঘাত নেমে এসেছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলির উপর। ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের পারদ ক্রমশ চড়ছে। ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে সংসদে বক্তব্য রাখার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা গেল পাক সাংসদকে। তাহির ইকবাল প্রাক্তন সেনা মেজর এবং ক্ষমতাসীন শাহবাজ় শরিফের দলের স‌াংসদ। ভারতের সঙ্গে ‘যুদ্ধ’ এড়াতে পাক সেনাবাহিনীর উপর আস্থা হারিয়েছেন তিনি। পাকিস্তানিদের রক্ষা করার জন্য ঐশ্বরিক হস্তক্ষেপের আবেদন এই বর্ষীয়ান পাক নেতার।

Advertisement

সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেখানে দেখা গিয়েছে পাকিস্তানের সংসদে বক্তৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই পাক নেতা। বক্তব্য পেশ করতে গিয়ে কান্নায় গলা বুজে আসে তাঁর। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘পাকিস্তান যন্ত্রণার মধ্যে রয়েছে, তাই দেশের এই কঠিন সময়ে সমস্ত নাগরিককে একসঙ্গে পথ চলার অনুরোধ করছি।’’

কান্নাভেজা গলায় তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমরা দুর্বল, আমরা পাপ করেছি। তবুও সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি যেন তিনি আমাদের দেশকে রক্ষা করেন।’’ আইন পরিষদে ঐক্যের আহ্বান জানিয়েছেন ইকবাল। সমস্ত পাকিস্তানি আইনপ্রণেতাকে ঐক্যবদ্ধ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ করেন তিনি। ঈশ্বরের সামনে মাথা নত করে এই দেশকে রক্ষার চেষ্টা করার আবেদনও জানান। এই ভিডিয়োটি ‘ইনকগনিটো’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রচুর মন্তব্য জমা পড়েছে ভিডিয়োয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement