ছবি: সংগৃহীত।
চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলেন তরুণী। ট্রেনের চাকার তলায় প্রায় চলেই যাচ্ছিলেন। সেই মুহূর্তে দেবদূতের মতো ছুটে এসে প্রাণরক্ষা করলেন রেলের এক জওয়ান। প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখান থেকে টেনে উদ্ধার করেন তাঁকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। রেল মন্ত্রকের এক্স হ্যান্ডল থেকে সেই ঘটনার ভিডিয়োটি প্রকাশ্যে আনা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি তামিলনাড়ুর ইরোড জংশনের।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চলন্ত এক্সপ্রেস ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। কাঁধে ব্যাগ নিয়ে চুড়িদার পরা এক তরুণী দৌড়ে এসে সেই ট্রেনটিতে চড়ার চেষ্টা করছেন। সেই সময়ে পা ফস্কে নিয়ন্ত্রণ হারিয়ে কামরার পাদানি থেকে পড়ে যান তিনি। ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা জায়গা দিয়ে গলে ঝুলতে থাকেন। হাত ছাড়লেই একেবারে ট্রেনের তলায় চলে যেতেন তিনি। সামনেই ছিলেন এক আরপিএফ জওয়ান। তরুণীকে পড়ে যেতে দেখে তড়িৎগতিতে ছুটে আসেন তিনি। কোনও রকমে টেনে তুলে এনে বিপদের হাত থেকে উদ্ধার করেন তরুণীকে।
রেলের তরফে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, তামিলনাড়ুর ইরোড জংশনে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করার সময় পা পিছলে পড়ে যান এক মহিলা যাত্রী। আরপিএফ কর্মীদের সতর্কতার ফলে তাঁকে বিপদের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। রেলের পক্ষ থেকে যাত্রীদের এই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। এক্স হ্যান্ডলের সেই পোস্ট ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। প্রচুর লাইক-কমেন্ট জমা পড়েছে তাতে। প্রাণের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে ওঠার কারণে তরুণীর সমালোচনা করেছেন বহু নেটাগরিকই। অন্য দিকে আরপিএফ জওয়ানের তৎপরতা দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। অনেকেই রেল সুরক্ষাকর্মীকে ‘বাস্তবের নায়ক’ বলে মন্তব্য বলে উল্লেখ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনার নিরাপত্তা আপনারই হাতে, কখনও চলন্ত ট্রেনে উঠবেন না বা নামবেন না।’’