ছবি: সংগৃহীত।
নির্মীয়মান সেতুর মাঝে বিপজ্জনক ভাবে আটকে গেল চার চাকার গাড়ি। কেরলের কান্নুর জেলার সেতুর দুটি অংশের মাঝখানে একটি গাড়িকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। সেতুর দুটি অংশের মাঝখানে লম্বালম্বি ভাবে আটকে যায় গাড়িটি। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদন অনুসারে ১৬ নভেম্বর সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। থালাসেরি থেকে কান্নুরগামী একটি সেডান গাড়ি নিরাপত্তা বাধা অতিক্রম করে। নির্মীয়মান সেতুটির উপর ঢুকে পড়ে। নির্মাণকাজ পুরোপুরি সম্পূর্ণ না হওয়ায় দুটি সেতুর মাঝের অংশের মধ্যে সঠিক সংযোগ ছিল না। গাড়িটি সোজা এগিয়ে গিয়ে আটকে যায়। গাড়ির সামনের অংশ নীচের দিকে নেমে যায়। সেতুর সঙ্গে ফাঁকের মধ্যে উল্লম্ব ভাবে ঝুলতে থাকে গাড়িটি। গাড়িটি সামনের দিকে কাত হয়ে যাওয়ার পরমুহূর্তেই চালক বিপদের আভাস পেয়েছিলেন। গাড়িটি আরও পিছলে যাওয়ার আগেই তিনি গাড়ি থেকে নেমে পালিয়ে যেতে সক্ষম হন।
খবর পেয়ে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, ঝুলন্ত গাড়িটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করার কাজ চলছে। উৎসুক জনতা দাঁড়িয়ে থেকে সেই দৃশ্য উপভোগ করছেন। ভিডিয়োটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। নির্মীয়মান এলাকায় কী ভাবে নিরাপত্তার বাধা পেরিয়ে গাড়ি ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা। বিশেষ করে জাতীয় সড়কের মতো ব্যস্ততম রাস্তায় নজরদারির অভাব নিয়েও সমালোচনা করেছেন নেটাগরিকদের একাংশ।