viral video

অফিসের টেবিলে সাজানো ৭০ কোটি টাকা, ইচ্ছামতো নিতে পারবেন কর্মীরা! তবে একটাই শর্ত...

ভাল কাজের পুরস্কার হিসাবে কর্মীদের কখনও নগদ, গাড়ি বা বাড়ি বোনাস দিয়ে থাকে বিভিন্ন সংস্থা। চিনের একটি ক্রেন সংস্থা কর্মীদের বাড়তি টাকা দিতে এই অভিনব আয়োজন করেছিল বলে সমাজমাধ্যমের একটি ভিডিয়োয় প্রকাশিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১২:৩৬
Share:

ছবি: সংগৃহীত।

কর্মীদের জন্য আয়োজিত বিশেষ এক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে রাখা হয়েছে একটি লম্বা টেবিল। সেই টেবিলে স্তুপাকার করে রাখা তাড়া তাড়া নোট। সেই টাকা যত খুশি নিজেদের মতো তুলে নেওয়ার স্বাধীনতা রয়েছে কর্মীদের। টাকা নিতে কোনও বাধাও নেই। এ ভাবেই চিনের একটি সংস্থা তার কর্মীদের ‘বোনাস’ দেওয়ার ব্যবস্থা করল। যত খুশি টাকা তোলার নির্দেশ দিলেও ছিল একটি শর্ত।

Advertisement

ভাল কাজের পুরস্কার হিসাবে কর্মীদের কখনও নগদ, গাড়ি বা বাড়ি বোনাস দিয়ে থাকে বিভিন্ন সংস্থা। চিনের একটি ক্রেন সংস্থা কর্মীদের বাড়তি টাকা দিতে এই অভিনব আয়োজন করেছিল বলে সমাজমাধ্যমের একটি ভিডিয়োয় প্রকাশিত হয়েছে। আর তাতেই চোখ কপালে উঠেছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি লম্বা টেবিলে থরে থরে সাজানো রয়েছে চিনা নোট। আনন্দবাজার অনলাইনের হাতেও এসেছে সেই ভিডিয়ো।

ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা সাজিয়ে রাখা হয়েছিল সেখানে। ১৫ মিনিটে যে যত টাকা গুনতে পারবেন সেই পরিমাণ টাকাই তাঁর বোনাস। এটাই ছিল একমাত্র শর্ত। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে সে দেশের সংস্থা ‘হেনান মাইনিং কর্পোরেশন’ কর্মীদের এই ভাবে বোনাস দিয়েছে। এক ব্যক্তি ১৫ মিনিটে এক লক্ষ ইউয়ান গুনতে সক্ষম হয়েছেন। ভারতীয় মুদ্রায় এর মূল্য ১১ লক্ষ টাকার বেশি। ইনস্টাগ্রামের পাতায়ও ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিয়োয় লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement