Viral Video

বাড়ির আঙিনায় বিশাল সরীসৃপের ‘মর্নিং ওয়াক’! ভিডিয়ো দেখে আঁতকে উঠল সমাজমাধ্যম

একটি বাড়ির অন্দরমহলে ঢোকার চেষ্টা করছে একটি অ্যালিগেটর। ফুটপাথে দাঁড়িয়ে সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করছেন এক মহিলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৩
Share:

—ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন এক মহিলা। ফুটপাথ ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎ পোষ্যের অদ্ভুত আচরণ দেখে চমকে গেলেন তিনি। ফুটপাথে দাঁড়িয়ে রাস্তার ধারের একটি বাড়ির দিকে তাকিয়ে রয়েছে তাঁর পোষ্য কুকুর। আসলে বাড়িটির সামনে ঘোরাফেরা করছে একটি বিশাল অ্যালিগেটর। বাড়ির উঠোন থেকে ক্রমশ এগিয়ে গিয়ে সদর দরজার দিকে যাচ্ছে সে। অ্যালিগেটরকে দেখেই থতমত খেয়ে গিয়েছে পোষ্য। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘অ্যাকিউওয়েদার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একটি বাড়ির অন্দরমহলে ঢোকার চেষ্টা করছে একটি অ্যালিগেটর। ফুটপাথে দাঁড়িয়ে সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করছেন এক মহিলা। মহিলার সঙ্গে ছিল তাঁর পোষ্য কুকুরও। কিন্তু প্রত্যক্ষদর্শীদের উপস্থিতি টের পায়নি সরীসৃপ। সোজা বাড়ির সদর দরজার দিকে এগিয়ে চলেছে সে।

অ্যালিগেটরটিকে দেখে অবাক হয়ে গিয়েছে সেই পোষ্য। ঘটনাটি ফ্লোরিডার অ্যাভ মারিয়া এলাকায় ঘটেছে। ভিডিয়োটি দেখে আশঙ্কা প্রকাশ করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ফ্লোরিডায় এমন দৃশ্য সচরাচর দেখা যায়। তবে বাড়ির দরজা খুলে যদি দেখি অ্যালিগেটর রয়েছে, তা হলে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলতাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement