Aishwarya Rai Bachchan

ছবির এই মিষ্টি মেয়েটি বর্তমানে বলিপাড়ার নামকরা অভিনেত্রী, নায়িকাকে চিনতে পারছেন?

সেই শিশুকন্যার পরনে ফ্রক। কপালে ছোট্ট কালো টিপ। একটি ছবিতে সে একটি বাচ্চা ছেলের গা ঘেঁষে বসে রয়েছে। দ্বিতীয় ছবিতে দেখা গিয়েছে যে, ওই শিশু সেই ছেলেটির মুখের দিকে তাকিয়ে রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ০৭:৫৮
Share:

ছবি: সংগৃহীত।

কপালে ছোট্ট কালো টিপ। আবার কখনও মাথায় হেয়ার ব্যান্ড দিয়ে চুল পরিপাটি করে আঁচড়ানো। সারল্যভরা মুখ এবং কৌতূহলী চোখ। হিন্দি চলচ্চিত্রজগতের জনপ্রিয় এক অভিনেত্রীর ছোটবেলার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেই ছবিগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সমাজমাধ্যমে এমন একটি ছবি ঘোরাফেরা করছে যেখানে দেখা গিয়েছে যে, একটি বাচ্চা ছেলের পাশে বসে ছবি তুলছে এক শিশু। সেই শিশুকন্যার পরনে ফ্রক। কপালে ছোট্ট কালো টিপ। একটি ছবিতে সে ছেলেটির গা ঘেঁষে বসে রয়েছে। দ্বিতীয় ছবিতে দেখা গিয়েছে যে, ওই শিশু সেই ছেলেটির মুখের দিকে তাকিয়ে রয়েছে। আসলে, ছবিটি বলি অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের। নায়িকার শৈশবকালের এই ছবিগুলিতে পাশে বসে থাকা ছেলেটি তাঁর দাদা আদিত্য রাই। জনশ্রুতি, জন্মদিন উপলক্ষে দাদার সঙ্গে পোজ় দিয়ে এ ভাবে ছবি তুলেছিলেন ঐশ্বর্যা।

দাদার সঙ্গে পোজ় দিয়ে ছবি। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে নায়িকার এই ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। অভিনেত্রীর ছোটবেলার ছবি দেখে কেউ কেউ আবার তাঁর কন্যাসন্তান আরাধ্যার সঙ্গেও মুখের আদলের মিল খুঁজে পেয়েছেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোন্নিয়িন সেলভন’-এর দ্বিতীয় পর্বে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে ৫১ বছরের অভিনেত্রীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement