ছবি: সংগৃহীত।
নিভৃতে প্রেম করার জন্য রেললাইনকে বেছে নিয়েছিলেন তরুণ-তরুণী। নিরিবিলিতে প্রেম করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বেঁচে ফিরলেন তাঁরা। কারণ রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনটি চলতে শুরু করে। এই দাবিতে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই মর্মে আনন্দবাজার ডট কমেও একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। পরে ফ্যাক্ট চেকের দরুন জানা গিয়েছে ভিডিয়োটি আসল নয়। কৃত্রিম মেধা দিয়ে তৈরি। ঘটনাটি বিহারেরও নয়।
ভিডিয়োয় দেখা গিয়েছিল প্রেমিক-প্রেমিকা পণ্যবাহী ট্রেনের নীচে বসে প্রেম করছেন। দু’জনেই একে অপরকে জড়িয়ে ঘনিষ্ঠ হয়ে বসেছিলেন রেলের ট্র্যাকে। বার বার জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিচ্ছিলেন তাঁরা। মাথার উপর যে রেলের ওয়াগন দাঁড়িয়ে, তা-ও বোধহয় ভুলে গিয়েছিলেন। তাঁরা এতটাই অন্তরঙ্গ অবস্থায় বসেছিলেন যে প্রাণের মায়াও তুচ্ছ ছিল। হঠাৎ করে ট্রেনের বাঁশি বেজে ওঠে ও ট্রেনটি চলতে শুরু করে। সত্যতা যাচাই করার জন্য এক্স হ্যান্ডলের অন্য একটি ভিডিয়ো লক্ষ করলেই স্পষ্ট হয়ে ওঠে এটি কৃত্রিম মেধা দিয়ে তৈরি। সেখানে দেখা গিয়েছে পণ্যবাহী ট্রেনটির চাকা গড়ানোর সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে চলতে শুরু করেছে। এই ধরনের ট্রেন দাঁড়িয়ে থাকার পর চলতে শুরু করলে ধীরে ধীরে চাকা গড়ায়।
এ ছাড়াও পণ্যবাহী ট্রেনে ওয়াগনে একটি জানালা ও একটি দরজা খোলা অবস্থায় দেখা যায়। এই ধরনের দরজা সাধারণত যাত্রিবাহী ট্রেনেই থাকে। পণ্যবাহী কামরায় কোনও দরজা বা জানালা থাকে না। এ ছাড়াও ওয়াগনের গায়ে অদ্ভুত কিছু শব্দ লেখা রয়েছে যার কোনও অর্থ পাওয়া যায়নি। সেই ভিডিয়োটি দেখে বোঝা যায় ভিডিয়োটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। বিহারের খবর বলে যে দাবি উঠেছে তা ভিত্তিহীন।