Viral

গিলগিটের পাহাড়ি গ্রামে উমরাওজান! গানের সুরে বুঁদ হয়ে ঘোর কাটছেই না কারও

মাথাভর্তি কোঁকড়ানো চুলের ঢাল। উমরাও-এর কণ্ঠে শিল্পী আশা ভোঁসলের গাওয়া ‘ইন আঁখো কি মাস্তি সে’ গানটি দরদী কণ্ঠে গাইছে সে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ২৩:২৬
Share:

‘উমরাও জান’এর গান শোনা গেল গিলগিট বাল্টিস্তানের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে। ফাইল ছবি।

দিন কয়েক আগেই প্যারিসের রাস্তায় এক বিদেশির গলায় পাল তুলেছিল লতা মঙ্গেশকরের গাওয়া গান। এ বার ‘উমরাও জান’এর গান শোনা গেল গিলগিট বাল্টিস্তানের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে। সেই গানের সুরে এমন বুঁদ হয়েছেন নেটাগরিকেরা যে ঘোর কাটতেই চাইছে না।

Advertisement

এই ‘উমরাও জান’ এর বয়স অবশ্য বারো কি তেরো। মাথা ভর্তি কোঁকড়ানো চুলের ঢাল। উমরাও-এর কণ্ঠে শিল্পী আশা ভোঁসলের গাওয়া ‘ইন আঁখো কি মাস্তি সে’ গানটি দরদী কণ্ঠে গাইছে সে। এক চুল ভুল চুক হচ্ছে না সুরের মোচড়ে। সুরেলা গলায় নিখুঁত গাইছে গানটি।

গিলগিটের ওই কিশোরীকে দেখে অবশ্য মনেই হচ্ছে না কঠিন কোনও কাজ করছে। আপন খেয়ালে স্পষ্ট উচ্চারণে গেয়েই চলেছে সে। ভিডিয়োটি ভাইরাল হয়ে ছড়িয়েছে ইন্টারনেটে এবং সামাজিক মাধ্যমে।

Advertisement

ইনস্টাগ্রামে ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়ে গিয়েছে। মন্তব্যকারীরা অক্লান্ত ভাবে জানিয়েই চলেছেন তাঁদের মুগ্ধতার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement