Viral Video

তরুণীর হাত থেকে ফোন ছিনিয়ে নিল বাঁদর, ‘ঘুষ’ পেতেই ফেরত দিল মোবাইল, ভিডিয়ো ভাইরাল

হাতে মোবাইল ফোন নিয়ে একটি দোকানের ছাদে উঠে বসেছে এক বাঁদর। নীচে স্থানীয় লোকজন ভিড়ও জমিয়ে ফেলেছেন। সকলেই এক আশা নিয়ে বাঁদরের দিকে তাকিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তা দিয়ে মোবাইল ফোন হাতে নিয়ে হাঁটছিলেন তরুণী। হঠাৎ তাঁর হাত থেকে মোবাইল ছিনিয়ে পাশের একটি দোকানের ছাদে উঠে পড়ল বাঁদর। কিছুতেই সে ফোন ফেরত দেবে না। তবে বাঁদর হলেও ঘুষের মর্ম বোঝে সে। নীচ থেকে এক ব্যক্তি তার দিকে বিস্কুটের প্যাকেট ছুড়ে দিলেন। সেই প্যাকেট পাওয়ার সঙ্গে সঙ্গেই তরুণীর ফোন ফিরিয়ে দিল বাঁদর। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হাতে মোবাইল ফোন নিয়ে একটি দোকানের ছাদে উঠে বসেছে এক বাঁদর। নীচে স্থানীয় লোকজন ভিড়ও জমিয়ে ফেলেছেন। সকলেই এক আশা নিয়ে বাঁদরের দিকে তাকিয়ে। যদি সে মোবাইল ফোনটি ফেরত দেয়। আসলে এক তরুণীর মোবাইল ফোন ছিনিয়ে দোকানের টিনের ছাদের উপর গিয়ে বসেছে সেই বাঁদরটি।

নীচে দাঁড়িয়ে এক ব্যক্তি ওই বাঁদরটির দিকে বিস্কুটের প্যাকেট ছুড়ে দিলেন। হাত বাড়িয়ে সেই প্যাকেটটি ধরতে পারল না বাঁদর। এক ছাদ থেকে অন্য দোকানের ছাদে গিয়ে বসে পড়ল সে। সেই দোকানের সামনে চলে গেলেন স্থানীয়েরা। বার দুয়েক বিস্কুটের প্যাকেট ছো়ড়া হল বাঁদরটির দিকে। তৃতীয় বারের প্রচেষ্টায় বিস্কুটের প্যাকেট ধরতে সফল হল বাঁদরটি। ভাল করে প্যাকেটটি পরখ করার পর রাস্তায় ফোনটি ফেলে দিল সে। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বাঁদরামির চূড়ান্ত! ঘুষ নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ফোন ফেরত দিয়ে দিয়েছে।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘ভিডিয়োটি দেখে খুব মজা পেয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement