Viral Video

পন্থের বোনের বিয়েতে ঝড় ধোনি, রায়নার! কাঁধ ধরে লাফিয়ে লাফিয়ে নাচ তিন জনের, ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মুসৌরিতে ঋষভের বোন সাক্ষী পন্থের বিয়েতে ‘সঙ্গীত’ অনুষ্ঠানের আসর বসেছে। ভিড় জমেছে অতিথিদের। আর সেই ভিড়ের মধ্যেই গোল হয়ে নাচছেন ঋষভ, ধোনি এবং রায়না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১১:১৪
Share:

পন্থের বোনের বিয়েতে ধোনি-রায়নার নাচ। ছবি: এক্স থেকে নেওয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই বোনের বিয়েতে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। আনন্দে মেতেছে পুরো পন্থ পরিবার। আনন্দে শামিল হতে দেখা গেল ভারতীয় ক্রিকেটের আরও দুই বৈগ্রাহিক ক্রিকেটারকে। তাঁরা আর কেউ নন, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং তাঁর সতীর্থ সুরেশ রায়না। ঋষভের বোনের বিয়েতে নাচতে দেখা গেল তাঁদের। গোল হয়ে লাফিয়ে লাফিয়ে নাচলেন তাঁরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে ভিডিয়োটি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুসৌরিতে ঋষভের বোন সাক্ষী পন্থের বিয়েতে ‘সঙ্গীত’ অনুষ্ঠানের আসর বসেছে। ভিড় জমেছে অতিথিদের। আর সেই ভিড়ের মধ্যেই গোল হয়ে নাচছেন ঋষভ, ধোনি এবং রায়না। ‘দমাদম মস্ত কলন্দর’ গানের তালে তালে নাচতে দেখা গিয়েছে তাঁদের। একে অপরের কাঁধ ধরে লাফিয়ে লাফিয়ে নাচছেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। বুধবার প্রকাশিত ভিডিয়ো দ্রুত ভাইরালও হয়েছে।

বুধবার ‘স্যান্ডি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি পোস্ট হওয়া মাত্রই হইচই ফেলেছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। উচ্ছ্বাস প্রকাশ করেছেন ধোনি-সুরেশদের অনুরাগীরা।

Advertisement

উল্লেখ্য, অঙ্কিত চৌধরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পন্থের বোন সাক্ষী। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সপরিবার যোগ দিয়েছেন ধোনি। বুধবারই দেহরাদূনের জলি গ্রান্ট বিমানবন্দরে নামেন তিনি। বিয়েতে যোগ দিয়েছেন ধোনির ঘনিষ্ঠ বন্ধু তথা দীর্ঘ দিনের সতীর্থ রায়নাও। বিরাট কোহলিও বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement