Viral Video

খবরের কাগজ নিতে গিয়ে পা পিছলে পড়লেন ‘রজনীকান্ত’! ভিডিয়ো ভাইরাল হতে সত্যতা নিয়ে প্রশ্ন নেটপাড়ায়

এক বৃদ্ধ তাঁর বাড়ি থেকে বেরিয়ে বাগানের ভিতর দিয়ে হেঁটে সদর দরজার দিকে হেঁটে যাচ্ছেন। হাতে খবরের কাগজ নিয়ে আবার অন্দরমহলের দিকে হেঁটে আসছিলেন তিনি। কিন্তু বাগানের মধ্যে পা পিছলে মুখ থুবড়ে পড়ে যেতে দেখা যায় তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৪:৫৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সকাল সকাল খবরের কাগজ সংগ্রহ করার জন্য বাগান দিয়ে সদর দরজার দিকে হেঁটে যাচ্ছিলেন এক বৃদ্ধ। হাতে সংবাদপত্র নিয়ে সবেমাত্র অন্দরমহলের দিকে পা বাড়িয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে পা পিছলে বাগানের মধ্যে পড়ে যান। তার পর আবার নিজেকে সামলে নিয়ে উঠে পড়তে দেখা যায় তাঁকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োয় যাঁকে দেখা গিয়েছে তিনি দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। তা নিয়েই নেটপাড়ায় বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

‘এম.ডি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধ তাঁর বাড়ি থেকে বেরিয়ে বাগানের ভিতর দিয়ে হেঁটে সদর দরজার দিকে হেঁটে যাচ্ছেন। হাতে খবরের কাগজ নিয়ে আবার অন্দরমহলের দিকে হেঁটে আসছিলেন তিনি।

কিন্তু বাগানের মধ্যে পা পিছলে মুখ থুবড়ে পড়ে যেতে দেখা যায় তাঁকে। তাঁর বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। ভিডিয়োটি দেখে নেটপাড়ার অনেকেই বলাবলি করতে থাকেন যে, ভিডিয়োয় যাঁকে দেখা গিয়েছে তিনি আসলে রজনীকান্ত।

Advertisement

তার পরেই ‘থালাইভা’কে নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। তবে রজনীকান্তের অফিসের তরফে জানানো হয়েছে যে, রজনীকান্ত এখন ‘কুলি’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ভিডিয়োটি ঝাপসা হওয়ার কারণে অন্য কাউকে রজনীকান্ত ভেবে ভুল করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement