Narendra Modi

গাড়ির সামনে জোড়া সিংহ! গিরে সাফারিতে বেরিয়ে অন্য মেজাজে প্রধানমন্ত্রী মোদী, তুললেন ছবিও

গুজরাতের সিংহ সদন থেকে কয়েক জন মন্ত্রী এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে সোমবার সকাল হতে না হতেই জঙ্গল সাফারিতে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১২:৩৬
Share:

জঙ্গলে সাফারি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে নেওয়া।

জঙ্গলের ভিতর শুয়ে রয়েছে ‘বনের রাজা’রা। মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে তার শাবকেরা। সোমবার সকালে সাফারি করতে বেরিয়ে ‘সিংহ পরিবারের’ ছবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে সেই ছবিগুলি পোস্টও করলেন তিনি।

Advertisement

বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকুল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়। বন্যপ্রাণী দিবস উদ্‌যাপন করতেই সোমবার সকালে গুজরাতের গির জাতীয় উদ্যানে হাজির হন মোদী। হাতে ক্যামেরা নিয়ে গাড়িতে চেপে সাফারি করতেও বেরিয়ে পড়েন তিনি। সমাজমাধ্যমে নিজের সাফারি-ভ্রমণের ছবির পাশাপাশি তাঁর তোলা কয়েকটি ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।

তিন দিনের গুজরাত সফরে গিয়েছেন মোদী। রবিবার সন্ধ্যায় সোমনাথ মন্দির পরিদর্শন করেন তিনি। সেখানে গিয়ে শিবমন্দিরে প্রার্থনা করেছিলেন প্রধানমন্ত্রী। রিলায়্যান্স জামনগর শোধনাগার কমপ্লেক্সে অবস্থিত বন্যপ্রাণী সংরক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র ‘ভান্তারা’ও পরিদর্শন করেছিলেন তিনি। তার পর গুজরাত বন বিভাগ কর্তৃক পরিচালিত বন ভবনে রাত্রিযাপন করেন প্রধানমন্ত্রী।

Advertisement

সিংহ সদন থেকে কয়েক জন মন্ত্রী এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে সোমবার সকাল হতে না হতেই জঙ্গল সাফারিতে রওনা দেন মোদী। জানা গিয়েছে, সাফারির পর গির বন্যপ্রাণী অভয়ারণ্যের সদর দফতর সাসান গিরে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের সপ্তম বৈঠকে সভাপতিত্ব করবেন মোদী। বৈঠক শেষ হওয়ার পর সাসানের মহিলা বনকর্মীর সঙ্গে আলোচনা করার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement