Viral Video

‘প্রেমিকের’ সঙ্গে নৈশভোজে শাহরুখ-কন্যা! বাদ পড়লেন না ‘হবু শাশুড়ি’ও, ভাইরাল ভিডিয়ো

বান্দ্রার রেস্তরাঁ থেকে শ্বেতার সঙ্গে বেরিয়ে যেতে দেখা যায় অগস্ত্যকে। রেস্তরাঁর সামনে তখন ছবিশিকারিদের থিকথিকে ভিড়। ভিড় এড়িয়ে মায়ের হাত ধরে গাড়িতে উঠে পড়লেন অগস্ত্য। রেস্তরাঁর দরজায় তখন দাঁড়িয়ে থাকতে দেখা গেল শাহরুখ-কন্যাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৩:৪৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সব সময় চারদিকে আলোর রোশনাই। ছবিশিকারিদের ক্যামেরার লেন্স পিছু নিয়ে চলেছে। কাছের মানুষের সঙ্গে সময় কাটানোই যেন কঠিন হয়ে পড়েছে তারকাদের। তার পর তিনি যদি বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের কন্যা হন! নৈশভোজ সারতে গিয়ে ধরা পড়লেন তিনি। সুহানা অবশ্য একা ছিলেন না। তাঁকে সঙ্গ দিতে সেখানে হাজির ছিলেন বলিপাড়ার ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। সুহানা এবং অগস্ত্যের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায় সব সময়।

Advertisement

তবে সেই গুঞ্জনকে আরও জোরালো করে তুললেন অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন। সুহানা এবং অগস্ত্যের সঙ্গে রেস্তরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন তিনিও। ছবিশিকারিদের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়ে ভিডিয়োটি (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ফিল্মিজ্ঞান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের বান্দ্রার একটি রেস্তরাঁর ঘটনা। সেই রেস্তরাঁ থেকে শ্বেতার সঙ্গে বেরিয়ে যেতে দেখা যায় অগস্ত্যকে। রেস্তরাঁর সামনে তখন থিকথিক করছে ছবিশিকারিদের ভিড়। ভিড় এড়িয়ে মায়ের হাত ধরে গাড়িতে উঠে পড়লেন অগস্ত্য। রেস্তরাঁর দরজায় তখন দাঁড়িয়ে থাকতে দেখা গেল শাহরুখ-কন্যাকে।

Advertisement

নিজের গাড়িতে উঠবেন বলে অপেক্ষা করছিলেন তিনি। সুহানা যে সেই রেস্তরাঁয় অগস্ত্য এবং শ্বেতার সঙ্গে নৈশভোজ সারতে গিয়েছিলেন তা ধরা পড়ে যায় ছবিশিকারিদের ক্যামেরার লেন্সে।

২০২৩ সালে ওটিটির পর্দায় ‘আর্চিজ়’ নামের একটি ছবি মুক্তি পায়। সেই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন সুহানা এবং অগস্ত্য। মাঝেমধ্যেই দু’জনকে একসঙ্গে নানা অনুষ্ঠানে দেখা যায়। বলিপাড়ার গুঞ্জন, অমিতাভের নাতির সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন শাহরুখের কন্যা। তবে এই প্রসঙ্গে দু’জনেই মুখে কুলুপ এঁটে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement