Bizarre News

পুরনো প্রেম ফেরত চাই? ৩১ হাজার টাকা আর ছবি দিলেই কেল্লাফতে! সঙ্গীকে ফিরিয়ে দেবেন ‘জাদুকর’

তরুণের নাম জেমস। তাঁর দাবি, ২০ বছর ধরে তন্ত্রমন্ত্র নিয়ে সাধনা করেছেন তিনি। জেমসের নাকি এমন ক্ষমতা, যা প্রয়োগ করে তিনি মানুষের জীবনে পুরনো প্রেমও ফিরিয়ে দিতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ০৮:০১
Share:

—প্রতীকী ছবি।

বিচ্ছেদ হয়ে গিয়েছে বহু দিন। কিন্তু পুরনো প্রেম কি‌ছুতেই ভোলানো যাচ্ছে না। বরং সেই সঙ্গীর সঙ্গেই সারাটা জীবন কাটানোর ইচ্ছা মনের মধ্যে দানা বেঁধেই চলেছে। এই অবস্থায় কী করণীয় ভেবে পাচ্ছেন না? সমাধান নিয়ে হাজির জেমস! পুরনো প্রেম ফিরিয়ে দিতে নাকি নানা ধরনের আচার অনুষ্ঠান করেন এই তরুণ। ২০ বছর ধরে নাকি সেই সাধনাই করছেন তিনি। নানা ধরনের অদ্ভুত ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষের জীবনে তাঁর প্রাক্তন সঙ্গীকে ফিরিয়ে দেন, এমনটাই দাবি তাঁর। শুধু তাই নয়, তাঁদের জীবন খুব সুখময়ও হয়ে উঠছে বলে দাবি করেছেন জেমস।

Advertisement

জেমসের ঠিকানা তাইল্যান্ডের চিয়াং মাই এলাকা। ২০ বছর ধরে তন্ত্রমন্ত্র নিয়ে সাধনা করছেন তিনি। জেমসের নাকি এমন ক্ষমতা যা প্রয়োগ করে তিনি মানুষের জীবনে পুরনো প্রেম ফিরিয়ে দিতে পারেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যাঁরা বিচ্ছেদের পরেও পুরনো সঙ্গীকে ভুলতে পারছেন না, প্রাক্তনের সঙ্গেই আবার বর্তমানে সময় কাটাতে চান সে ক্ষেত্রে তাঁদের সকল ইচ্ছা পূরণ করেন জেমস।

জানা গিয়েছে, জেমসের সঙ্গে যে গ্রাহকেরা যোগাযোগ করেন, তাঁদের কাছ থেকে প্রাক্তন সঙ্গীর ছবি চান তিনি। প্রাক্তন সঙ্গী সম্পর্কে যাবতীয় বর্ণনাও জানাতে হয় জেমসকে। তার পর বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করতে শুরু করেন তিনি। জেমসের গ্রাহকদের অধিকাংশের দাবি, তাঁর কথা মেনে চলেছেন বলে প্রাক্তন সঙ্গীর সঙ্গে আবার সম্পর্ক জোড়া লেগেছে তাঁদের।

Advertisement

শুধু তাই নয়, ভাল সময়ও কাটাচ্ছেন তাঁরা। এই সমস্ত আচার অনুষ্ঠানের বিনিময়ে প্রতি গ্রাহকের কাছ থেকে ৩৭০ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার টাকা) পারিশ্রমিক হিসাবে আদায় করেন জেমস। তবে স্থানীয়দের একাংশ এই ঘটনার সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, জেমস এ সব করে কুসংস্কার ছড়াচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement