Madhya Pradesh

কৃষকের গোয়ালে গোখরোর সংসার! গর্ত খুঁড়তেই কিলবিলিয়ে বেরিয়ে এল শ’খানেক কালো কুচকুচে সাপের বাচ্চা

মধ্যপ্রদেশের মন্দসৌরে এক কৃষকের গোয়ালঘর থেকে ৬০টি গোখরো সাপের বাচ্চাকে উদ্ধার করা হয়েছে। গর্ত খুঁড়তেই কিলবিল করতে করতে বেরিয়ে আসে সেগুলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১১:০৯
Share:

ছবি: সংগৃহীত।

পাঁচ-দশটা নয়, প্রায় ১০০টি সাপের বাচ্চা। সব ক’টি ভয়ঙ্কর বিষধর গোখরোর সন্তান। ডজন ডজন সাপের বাচ্চা পাওয়া গেল মধ্যপ্রদেশের এক কৃষকের গোয়ালঘরে। একটি গর্ত খুঁড়তেই কিলবিল করতে করতে বেরিয়ে আসে সেগুলি। ৬০টি সাপকে ধরা গেলেও বাকিরা পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌরে। কবে এই ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। সাপ উদ্ধারের ঘটনাটির একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বালতিতে ধরে রাখা হয়েছে সাপের বাচ্চাগুলিকে। সংবাদমাধ্যমে বলা হয়েছে গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে সাপের গর্ত নজরে আসে কৃষকের পরিবারের এক সদস্যের। মাটি খুঁড়তেই বিষাক্ত কালো কুচকুচে গোখরো সাপের বাচ্চাগুলি কিলবিল করতে করতে বেরিয়ে আসতে থাকে। মুহূর্তেই গোয়ালঘরের দখল নিয়ে নেয় বিষাক্ত গোখরো সাপের বাচ্চাগুলি। সেই দৃশ্য দেখে ভিরমি খেয়ে যাওয়ার উপক্রম হয় বাসিন্দাদের। বিপুল পরিমাণ বিষাক্ত সাপ বেরোনোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

খবর দেওয়া হয় এক জন সাপ ধরার কর্মীকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে সাপগুলিকে নিরাপদে উদ্ধার করেন। একটি বাক্সে ভরে সেগুলিকে জঙ্গলে নিরাপদ স্থানে ছেড়ে দেন তিনি। উদ্ধারের সময় কোনও ব্যক্তি আহত হননি। সাপগুলিরও কোনও ক্ষতি হয়নি। এতগুলি গোখরো সাপের বাচ্চা মেলায় আতঙ্কে রয়েছে পরিবারটি। এতগুলি সাপ গৃহস্থ বাড়িতে কী ভাবে এল? গোয়ালঘর স্যাঁতসেঁতে ও অপেক্ষাকৃত ঠান্ডা হওয়ায় মা গোখরো সেখানে বাসা বেঁধে ডিম পেড়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ভিডিয়োটি ‘বাসেরভাই১০’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement