bizarre

১০ মাস ধরে জমানো ‘সম্পত্তি’ ভারতীয় সেনাকে দান করল ৮ বছরের বালক! খুদে পড়ুয়ার দেশাত্মবোধ মন কাড়ল সকলের

ভারতীয় সেনার তহবিলে তাঁর সঞ্চিত টাকা তুলে দিল নাবালক। পকেটমানি থেকে বাঁচিয়ে কিছু কিছু টাকা সে জমিয়েছিল এই কয়েক মাসে। সেই টাকা দেশের সেনাবাহিনীর জওয়ানদের জন্য খরচ করতে মনস্থ করে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১২:২০
Share:

ছবি: সংগৃহীত।

বয়স মাত্র আট। এই বয়সেই দৃষ্টান্ত স্থাপন করে সকলের মন জয় করে নিল তামিলনাড়ুর কারুর জেলার বাসিন্দা এই খুদে পড়ুয়া। দেশের জন্য নিজের সঞ্চয় করা অর্থের পুরোটাই তুলে দিল জেলাশাসকের হাতে। বিগত ১০ মাস ধরে জমানো টাকার সমস্তটা ভারতীয় সেনাবাহিনীকে দান করল দ্বিতীয় শ্রেণির এই ছাত্র। ভারতীয় সেনার তহবিলে তাঁর সঞ্চিত টাকা তুলে দিল নাবালক। পকেটমানি থেকে বাঁচিয়ে কিছু কিছু টাকা সে জমিয়েছিল এই কয়েক মাসে। সেই টাকা দেশের সেনাবাহিনীর জওয়ানদের জন্য খরচ করতে মনস্থ করে সে। পহেলগাঁওয়ে হামলার পর ভারতীয় সেনা যে ভাবে লড়াই করেছে তা গভীর ভাবে প্রভাবিত করেছে পড়ুয়াকে।

Advertisement

জেলাশাসকের অফিসে যায় এই আট বছরের বালক। তার হাতে ছিল জমানো টাকার একটি বাক্স। টাকাগুলি জেলাশাসকের হাতে তুলে দিয়ে সেটি সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে সে। জেলাশাসকের অফিসে টাকা তুলে দেওয়ার পর সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ছাত্রটি বলে, ‘‘আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি আমার সমস্ত টাকা জমিয়ে রেখেছিলাম। আমি তাঁদের সাহায্য করতে চাই যাঁরা আমাদের রক্ষা করছেন।’’ সাক্ষাৎকারের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও। এত কম বয়সে দেশের জন্য গভীর শ্রদ্ধা দেখে আপ্লুত হয়েছেন জেলাশাসকও। দেশ ও সেনাবাহিনীর প্রতি শিশুটির নিঃস্বার্থ ভালবাসা এবং উদারতার প্রশংসাও করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement