Viral

Viral: কাঠবোঝাই লরির পিছনে লেখা ‘গাছ লাগান’, ছবি দিয়ে আমলা লিখলেন, পরিহাস!

কাঠবোঝাই একটি লরি। সড়কের উপর দিয়ে ছুটছে দ্রুত গতিতে। সেই ছবিই নেটমাধ্যমে ভাগ করলেন আইএএস অফিসার অনীশ সরণ। তাই-ই ভাইরাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ১৭:২৬
Share:

যে ছবি ভাইরাল। ছবি: টুইটার।

কাঠবোঝাই একটি লরি। সড়কের উপর দিয়ে ছুটছে দ্রুত গতিতে। সেই ছবিই নেটমাধ্যমে ভাগ করলেন আইএএস অফিসার অনীশ সরণ। তাই-ই ভাইরাল।

Advertisement

কাঠবোঝাই ওই লরির নীচে লেখা রয়েছে, ‘আরও গাছ লাগান।’ এই ছবি নেটমাধ্যমে ভাগ করে আইএএস অফিসার লেখেন, ‘পরিহাসের সংজ্ঞা’। আইএস অফিসারের এই পোস্ট ভাইরাল নেটদুনিয়ায়। ১১ হাজারের বেশি নেটাগরিক এই পোস্টটি পছন্দ করেছেন। কেউ মন্তব্যে লিখেছেন, ‘আরও বেশি গাছ লাগান, যাতে আমরা কাটতে পারি।’ কেউ লিখেছেন, ‘দুনিয়া জুড়ে এমনই সব পরিহাস চলছে।’ কারও মত, কাঠ গাড়িতে তুলে নিজের ভুল বুঝতে পেরেছেন।

২০০৯ ব্যাচের ছত্তীসগঢ় ক্যাডারের আইএএস অফিসারের অনীশ সরণ। নেটমাধ্যমে সদা সক্রিয় থাকেন তিনি। দৈনন্দিন নানা রকম ছবি তুলে পোস্ট করেন তিনি। তাঁর ‘ফলোয়ার্স’ সংখ্যাও ভাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement