Viral News

লরেন্স বিশ্নোইয়ের ছবি থাকা টিশার্ট বিক্রির বিজ্ঞাপন! বিতর্কের মুখে দুই ই-কমার্স সংস্থা

বিশ্নোইয়ের ছবি থাকা টিশার্ট বিক্রির বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পরে নেটাগরিকদেরও ক্ষোভের মুখে পড়েছে ই-কমার্স সংস্থা দু’টি। শিশুদের উপর প্রভাব পড়তে পারে মনে করেও উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৭:৩০
Share:

ছবি: সংগৃহীত।

লরেন্স বিশ্নোইয়ের ছবি ছাপা টিশার্ট বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিতর্কে দুই ই-কমার্স সংস্থা। বিশ্নোইয়ের ছবির সামনে ‘গ্যাংস্টার’ এবং ‘রিয়্যাল হিরো’ লেখা টিশার্ট বিক্রি করে সমালোচনার মুখে পড়েছে সংস্থা দু’টি। যথাক্রমে ১৬৮ টাকা এবং ২৪৯ টাকায় টিশার্টগুলি বিক্রির বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পরেই হইচই পড়েছে। যদিও বিতর্কের মুখে পড়ে একটি সংস্থা তাদের ওয়েবসাইট থেকে ওই বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে। সংস্থার এক মুখপাত্র সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস্‌কে বলেছেন, “আমরা পণ্যগুলির বিক্রি বন্ধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা নিয়েছি। আমাদের সংস্থা সকল ব্যবহারকারীর জন্য একটি নিরাপদ এবং বিশ্বস্ত কেনাকাটার মাধ্যম এবং তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’

Advertisement

বিশ্নোইয়ের ছবি থাকা টিশার্ট বিক্রির বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পরে নেটাগরিকদেরও ক্ষোভের মুখে পড়েছে ই কমার্স সংস্থা দু’টি। শিশুদের উপর প্রভাব পড়তে পারে মনে করেও উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরে চর্চায় রয়েছেন বিশ্নোই। বলি অভিনেতা সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডেও অভিযোগের তির তাঁর দিকেই রয়েছে। কুখ্যাত গ্যাংস্টার বিশ্নোইয়ের বিরুদ্ধে ৭০ টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার হত্যা-সহ একাধিক গুরুতর অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০১৫ সাল থেকে জেলবন্দি বিশ্নোই। তা সত্ত্বেও জেলের বাইরে তাঁর প্রভাব যে রয়েছে তা স্বীকার করেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement