American-Chinese Friendship

যোগাযোগ ছিল না বহু বছর! চিনা অ্যাপে ভিডিয়ো পোস্ট করে বন্ধুকে খুঁজে পেলেন আমেরিকার তরুণী

কিশোর বয়স কাটিয়ে দু’জনেই যৌবনে পা রেখেছে। কিন্তু পুরনো সহপাঠীকে কিছুতেই ভুলতে পারেননি তরুণী। শেষমেশ নির্দিষ্ট অ্যাপে ভিডিয়ো পোস্ট করে প্রিয় বন্ধুর সম্পর্কে জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১২:২৯
Share:

—প্রতীকী ছবি।

সপ্তম অথবা অষ্টম শ্রেণির ঘটনা। ক্লাসে বসে মন দিয়ে পড়াশোনা করছিল এক কিশোরী। সেই সময় এক কিশোর ক্লাসের ভিতর ঢুকে পড়েছিল। ক্লাসের নতুন সহপাঠী। চিনের বাসিন্দা হলেও সপরিবার আমেরিকায় চলে গিয়েছিল কিশোর। আমেরিকার একটি স্কুলে ভর্তি করানো হয়েছিল কিশোরকে। ২০১৭-’১৮ সালে সপ্তম অথবা অষ্টম শ্রেণিতে আমেরিকার আইওয়ার একটি স্কুলে ভর্তি হয়েছিল সে। সেখানেই তার আলাপ হয় এক কিশোরীর সঙ্গে। দু’জনেই একে অপরের প্রিয় বন্ধু হয়ে ওঠে। কিন্তু এক বছর পর কিশোর আবার চিনে চলে যায়।

Advertisement

তার পর কেটে গিয়েছে আট বছর। কিশোর বয়স কাটিয়ে দু’জনেই যৌবনে পা রেখেছেন। কিন্তু পুরনো সহপাঠীকে কিছুতেই ভুলতে পারেননি তরুণী। শেষমেশ নির্দিষ্ট অ্যাপে ভিডিয়ো পোস্ট করে প্রিয় বন্ধুর সম্পর্কে জানান তিনি। ছোটবেলার ছবিও দেখান সেই তরুণের। তার পর হয় ‘ম্যাজিক’। আট বছর পর আবার পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হয় তরুণীর। তরুণীর সেই ভিডিয়োর কথা এক বন্ধু মারফত জানতে পারেন তরুণ। তার পর সেই ভিডিয়োয় ‘কমেন্ট’ করে নিজের পরিচয় দেন প্রিয় বন্ধু।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্যাথারিনা সেলিয়া। আমেরিকার বাসিন্দা তিনি। চিনা অ্যাপে সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করে পুরনো বন্ধুর কথা জানান তিনি। ক্যাথারিনা বলেন, ‘‘তখন সপ্তম অথবা অষ্টম শ্রেণিতে পড়ি। ২০১৭-’১৮ সালে আমার স্কুলে সাইমন নামে এক জন ভর্তি হয়েছিল। খুব কম সময়ের মধ্যে আমাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল। কিন্তু তার পর আবার চিনে চলে যায় সাইমন। ওর কথা খুব মনে পড়ে আমার।’’

Advertisement

সাইমনের কথা বলার পর তাঁর কিশোর বয়সের ছবিও দেখান ক্যাথারিনা। আমেরিকান তরুণীর ভিডিয়ো দেখে সাইমনের এক বন্ধুর চোখে পড়ে। তার পর সেই ভিডিয়োয় ‘কমেন্ট’ করে নিজের পরিচয় জানান সাইমন। ‘দ্য স্টার’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাথারিনা বলেন, ‘‘পুরনো বন্ধুকে ফিরে পেয়ে আমি খুব খুশি। আমরা বহু ক্ষণ কথা বলি। পুরনো দিনের কত গল্প রয়েছে আমাদের। আমায় অনেকে পরামর্শ দিয়েছেন যে, আমি আর সাইমন যেন সম্পর্কে আসি। কিন্তু আমরা ভাল বন্ধু। সেই বন্ধুত্বেই থাকতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement