tiktok

তিন নাবালক হত্যার দায়ে ৮৫ কোটি জরিমানা! টিকটককে আট দিন সময় দিল বিদেশের আদালত

টিকটকে রাসায়নিক পদার্থ দিয়ে নেশা করার চ্যালেঞ্জ নিতে গিয়ে তিন কিশোরী-কিশোরী প্রাণ হারিয়েছে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৭:২৫
Share:

—প্রতীকী ছবি।

তিন নাবালকের মৃত্যুর জন্য দায়ী করে টিকটককে বিপুল জরিমানা করল ভেনেজ়ুয়েলার প্রশাসন। শিশুদের নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ সংস্থাটি। এই মর্মে সে দেশের শীর্ষ আদালত জনপ্রিয় এই সমাজমাধ্যমকে ৮৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। টিকটক দেখে রাসায়নিক পদার্থ দিয়ে নেশা করার চ্যালেঞ্জ নিতে গিয়ে তিন কিশোরী-কিশোরী প্রাণ হারিয়েছে বলে অভিযোগ। সোমবার সুপ্রিম ট্রাইব্যুনালের বিচারক তানিয়া ডি’আমেলিও জানিয়েছেন, এই অ্যাপটি বিপজ্জনক চ্যালেঞ্জগুলিকে উৎসাহিত করছে এবং এই ধরনের বিষয়বস্তুর বিস্তার বন্ধ করতে প্রয়োজনীয় ও পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ তারা। চিনা সংস্থা ‘বাইটড্যান্স’-এর মালিকানাধীন এই অ্যাপটিতে অবিলম্বে ভেনেজ়ুয়েলায় একটি কার্যালয় খোলার নির্দেশ দিয়েছে আদালত। জরিমানা সংক্রান্ত বিষয়টির নিষ্পত্তির জন্য আট দিন সময় দেওয়া হয়েছে টিকটককে।

Advertisement

আদালত জানিয়েছে, ক্ষতিকর চ্যালেঞ্জের কারণে তিন শিশু প্রাণ হারিয়েছে এবং আরও অনেক শিশু মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কোনও নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেনি আদালত। সে দেশের প্রশাসনের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যালেঞ্জ হিসাবে রাসায়নিক পদার্থ খাওয়ার পর তিন নাবালকের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে ২০০ জন স্কুলছাত্র নেশাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। বিপজ্জনক চ্যালেঞ্জ ভিডিয়ো ছড়িয়ে সমাজমাধ্যম ব্যবহারকারীদের বিপদে ফেলার অভিযোগ উঠেছে অ্যাপটির বিরুদ্ধে। গত নভেম্বরে ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, এই ধরনের ‘অপরাধমূলক চ্যালেঞ্জ’ অবিলম্বে সরাতে হবে টিকটককে। তা না হলে অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। সংবাদ সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে টিকটকের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement