Viral Video

জলাধার থেকে বিদ্যুৎবেগে ‘বিষ্ণুর অবতার’কে ধরল বিড়াল, আঁতকে উঠলেন প্রত্যক্ষদর্শীরা! ভাইরাল ভিডিয়ো

একটি জলাধারের পাশে বসে রয়েছে দু’টি মার্জার। দু’জনেরই চোখ জলে কিলবিল করে ঘুরে বেড়ানো মাছগুলোর দিকে। বসে থাকা দুই বিড়ালের মধ্যে একটি বিড়াল ঝোপ বুঝে একটি মাছের ‘ঘাড়ে’ কোপ মেরে দিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৪:০০
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বিড়ালরা সাধারণত চুরি করা, শিকার করা এই জাতীয় ‘দুষ্টু’ কাজের ব্যাপারে পটু হয়। বিশেষ করে মাছের প্রতি বিড়ালেরা বরাবরই ‘দুর্বল’। তাই বলে পুকুরে নেমে কোনও বিড়ালকে মাছ ধরে আনতে দেখেছেন? সমাজমাধ্যমের পাতায় সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োয় ‘শিকারি’ বিড়ালের সেই রূপই ধরা পড়েছে। একটি জলাধারের পাশে বসে রয়েছে দু’টি মার্জার। দু’জনেরই চোখ জলে কিলবিল করে ঘুরে বেড়ানো মাছগুলোর দিকে। বসে থাকা দুই বিড়ালের মধ্যে একটি বি়ড়াল ঝোপ বুঝে একটি মাছের ‘ঘাড়ে’ কোপ মেরে দিল। তার পর মুখে করে নিয়ে হাঁটা লাগাল রাস্তার দিকে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলাধারের পাশে পা গুটিয়ে বসে রয়েছে দু’টি বিড়াল। তাদের দু’জনেরই চোখ জলাশয়ে ঘুরে বেড়ানো মাছেদের দিকে। গভীর মনোযোগ দিয়ে তারা মাছগুলির চলন-গমন দেখছে। বিড়াল দু’টিকে দেখে মনে হচ্ছে তারা মনে মনে ভাবছে, মাছগুলিকে যদি বাগে পাওয়া যেত তা হলে কত আনন্দই না হত! দুষ্টু সেই ভাবনাকে কাজে পরিণত করতে চাইল একটি বিড়াল। সামনের পা জলে ডুবিয়ে মাছ ধরতে গেল সে। কিন্তু পায়ে জল লাগতেই সঙ্গে সঙ্গে পা-টিকে তুলে নিল মার্জারটি। বন্ধুর করে চলা এই সকল কাজে বিশেষ পাত্তা দিল না অপর বিড়ালটি। সে মন দিয়ে জলকেলি করে চলা মাছেদের দিকেই তাকিয়ে থাকল। তার পর সুযোগ বুঝে সে-ও জলের দিকে হাত বাড়াল এবং সফলও হল। থাবায় করে জলাধার থেকে একটি মাছকে তুলে ডাঙায় নিয়ে এল বিড়ালটি। তার পর ‘বিষ্ণুর অবতার’টিকে মুখে নিয়ে, বন্ধুর সঙ্গে হাঁটা লাগাল রাস্তার দিকে। ধূর্ত বিড়ালের সেই কীর্তি দেখে জলাধারের আশপাশে থাকা লোকজন চিৎকার করে ওঠে। কিন্তু শিকারি মার্জার সে সবে কান পাতল না। সেই সকল মানুষদের মধ্যেই কেউ ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘মিওবার্কজয়’ নামের ইনস্টাগ্রামের প্রোফাইল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় এক লক্ষ ৭০ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement