ছবি: সংগৃহীত।
উত্তরপ্রদেশের পর এ বার উত্তরাখণ্ড। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া। সেই বিবাদের জেরে স্ত্রীকে বহুতলের বারান্দা থেকে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অশান্তি বাড়তেই স্ত্রীকে ‘শিক্ষা’ দিতে ছাদ থেকে উল্টো করে ঝুলিয়ে রাখলেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হৃষিকেশে। ঘটনার হাড়হিম করা একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে বেশ বড় একটি আবাসনের বারান্দা থেকে ঝুলছেন এক তরুণী। তাঁর হাত দু’টি ধরে রেখেছেন এক তরুণ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বহুতল আবাসনের বারান্দা থেকে ঝুলিয়ে রাখা হয়েছে সালওয়ার কামিজ পরা এক তরুণীকে। দুই হাত ধরে রেখেছেন তরুণীর স্বামী। কোনও ভাবে হাত ছেড়ে দিলেই মাটিতে পড়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তেন তরুণী। সেই দৃশ্য দেখে আশপাশের বাসিন্দারা পরিত্রাহী চিৎকার শুরু করেন। ৩১ সেকেন্ডের এই ভিডিয়োয় সেই ভয়াবহ দৃশ্যটি ধরা পড়েছে। নীচে দাঁড়িয়ে থাকা লোকজন চিৎকার করে তরুণকে সাবধান করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত কী হল তা ভিডিয়ো থেকে জানা যায়নি। অভিযুক্ত তরুণের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা-ও জানা সম্ভব হয়নি।
ভিডিয়ো দেখে নেটাগরিকেরা বলছেন, দাম্পত্যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সম্পর্কের ক্ষেত্রে এমন পরিস্থিতি আসা লজ্জার। এখনও পর্যন্ত ভিডিয়োটি প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে। সাড়ে তিন হাজারেরও বেশি লাইক জমা পড়েছে পোস্টটিতে। বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন এই ভিডিয়োয়। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘খুনের চেষ্টার জন্য জেল হওয়া উচিত। এ কী কাণ্ড!’’ আর এক জন লিখেছেন, ‘‘এত ঝগড়া কেন, তুমি কি পাগল?’’ একই ধরনের ঘটনা ঘটেছিল ১৩ মে, উত্তরপ্রদেশের বরেলিতেও। একটি একতলা বাড়ির ছাদ থেকে মাথা নীচের দিকে করে ঝুলিয়ে রাখা হয়েছিল এক গৃহবধূকে। তাঁর পা ধরে ঝুলিয়ে রাখেন তরুণীর স্বামী। পরে পুলিশ ওই তরুণকে গ্রেফতার করে।