viral video

রিলের জন্য ভাব জমানোর চেষ্টা! চুলে হ্যাঁচকা টান মেরে তরুণীকে আটকে রাখল বাঁদর, তার পর…

চটুল ভোজপুরি গানের সঙ্গে রিল তৈরি করছিলেন এক তরুণী। পরনে জিন্‌স ও কালো রঙের টপ। তাঁর পাশের দেওয়ালে লম্বা লেজ ঝুলিয়ে বসেছিল বাঁদরটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৩:১৭
Share:

ছবি: সংগৃহীত।

বাঁদরের সঙ্গে রিল তৈরি করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন তরুণী। প্রথমে শান্ত থাকার অভিনয় করলেও কিছুক্ষণের মধ্যে নিজের আসল চেহারা বের করে ফেলে বাঁদরটি। এমনিতেই ভারতের বেশ কিছু দ্রষ্টব্য জায়গা রয়েছে যেখানে বাঁদরের উৎপাতের খবর সংবাদ শিরোনামে উঠে এসেছে। কখনও রোদচশমা, বা মোবাইল ছিনিয়ে নেওয়া, কখনও আচমকা আক্রমণ করে বসা।ঠিক তেমনই একটি ভিডিয়োয় দেখা গিয়েছে বাঁদরের হাতে বাঁদরামির শিকার হয়েছেন ওই তরুণী। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি সমাজমাধ্যমে নজর কাড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চটুল ভোজপুরি গানের সঙ্গে রিল তৈরি করছিলেন এক তরুণী। পরনে জিন্‌স ও কালো রঙের টপ। তাঁর পাশের দেওয়ালে লম্বা লেজ ঝুলিয়ে বসেছিল বাঁদরটি। ভিডিয়োর শুরুতে বাঁদরটি বেশ শান্তভাবেই তরুণীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছিল। তরুণী ভিডিয়োয় চমক আনার জন্য বাঁদরের দিকে হাত বাড়িয়ে দিতেই প্রাণীটিও তার হাত বাড়িয়ে দিয়েছিল। নাচের ভঙ্গিমায় পিছন ঘুরতেই মুহূর্তে বদলে যায় বাঁদরের মেজাজ। হাত বাড়িয়ে তরুণী চুলে হ্যাঁচকা টান মারে বাঁদরটি। তরুণী বাঁদরের হাত থেকে চুল ছাড়ানোর চেষ্টা করে। বেশ কয়েক বার বাঁদর জোরে চুলে টান মারতে থাকে। শেষমেশ তরুণী চুল ছাড়িয়ে নিতে সক্ষম হন ও সেখান থেকে চলে যান।

ভিডিয়োটি 'ঘর কে কলেশ' নামের একটি এক্স হ্য়ান্ডল থেকে পোস্ট করা হয়েছিল। ১ এপ্রিল আপলোড করা ভিডিয়োটি ১.৩ লক্ষবার দেখা হয়েছে। তবে ভিডিয়োটি কোথায় ও কবে তোলা হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement