ছবি: এক্স থেকে নেওয়া।
লোভ পাপ, পাপে মৃত্যু। অতিরিক্ত খাবারের লোভে প্রাণটাই খোয়াতে হল বিরাট এক অজগরকে। হরিণ, বাছুর খেয়ে প্রায়ই পেট ভরিয়ে নট নড়নচড়ন অবস্থা হয় এদের। এ বার শিকারের লোভে একটা আস্ত কুমিরই গিলে ফেলেছিল এক অজগর। সেই খাওয়াই ছিল অন্তিম খাওয়া। কুমিরটি পেটে চালান করে দেওয়ার পরই পেট ফুলে জয়ঢাক হয় অজগরের। আর এর ফলে সে মারাই গেল শেষমেশ। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘নেচার ইজ় ব্রুটাল’ নামের একটি এক্স হ্যান্ডল পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক দল গবেষক মৃত অজগরটিকে উদ্ধার করে এনেছেন। পেট ফোলা থাকায় তাঁরা সরীসৃপটির শরীর টিপে পরীক্ষা করছিলেন। পেটের ভিতরে কী রয়েছে তা জানার জন্য দেহটি চিরে ফেলার সিদ্ধান্ত নেন তাঁরা। সাপের দেহের চামড়ার উপরের স্তর চিরতেই বেরিয়ে আসে গোলাপি মাংসল স্তর। ভিডিয়োয় দেখা গিয়েছে, সেই স্তরে কাঁটার মতো কিছু উঁচু হয়ে রয়েছে। সেই অংশটি কাটার পর যা বেরিয়ে এল তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য। ১৮ ফুটের অজগরটির পেটের ভিতর থেকে বেরিয়ে এল ৫ ফুট লম্বা কুমির। অজগরের পেট থেকে মৃত কুমিরটিকে টেনে বার করা হয়।
ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। ২০ ফেব্রুয়ারি পোস্ট করা এই ভিডিয়োটি ২ লক্ষ বারের বেশি দেখা হয়েছে। আড়াই হাজারেরও বেশি লাইক পেয়েছে ভিডিয়োটি।