Viral Video

ফুটবল ম্যাচে বাধা! খাবার খেতে মাঠে ঢুকে পড়ল গন্ডার, ঠেলেও সরানো গেল না ‘অনাহূত’কে, ভিডিয়ো ভাইরাল

মেঘলা আবহাওয়ায় মাঠে ফুটবল খেলতে নেমেছিলেন কয়েক জন স্থানীয় তরুণ। খেলার মাঝেই মাঠে ঢুকে পড়েছিল একটি গন্ডারের বাচ্চা। সেখান থেকে গন্ডারটিকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন তরুণেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১০:৪৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আকাশে মেঘ করে এসেছে দেখে খোলা মাঠে জড়ো হলেন তরুণেরা। দু’দলে ভাগ হয়ে ফুটবল খেলবেন তাঁরা। যথা সময়ে দুই দলের ম্যাচও শুরু হল। সেই ম্যাচ দেখতে সোজা মাঠেই ঢুকে পড়ল গন্ডারের বাচ্চা। ঠেলে সরিয়েও কূল পেলেন না তরুণেরা। মাঠ থেকে এক পা-ও সরতে নারাজ গন্ডারটি। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নেপালইনলাস্ট২৪এইচআর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গন্ডারের বাচ্চাকে ঠেলে সরানোর চেষ্টা করছেন কয়েক জন তরুণ। কিন্তু শত চেষ্টা করেও সেখান থেকে গন্ডারটিকে একচুলও সরাতে পারলেন না তাঁরা।

এই ঘটনাটি সম্প্রতি ন‌েপালের সৌরাহায় ঘটেছে। মেঘলা আবহাওয়ায় মাঠে ফুটবল খেলতে নেমেছিলেন কয়েক জন স্থানীয় তরুণ। খেলার মাঝেই মাঠে ঢুকে পড়েছিল একটি গন্ডারের বাচ্চা। সেখান থেকে গন্ডারটিকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন তরুণেরা। মাঠে ঘুরে ঘুরে ঘাস খেতেই ব্যস্ত ছিল গন্ডারটি। পরে অবশ্য মাঠ থেকে নিজেই চলে যায় ‘অনাহূত’ দর্শক। গন্ডারটি মাঠ থেকে সরে যাওয়ার পর আবার ফুটবল খেলতে শুরু করেন তরুণেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement