Viral Video

ভালুকের পিছনে দৌড়ে আলসেমি রণথম্ভোরের বাঘের, শিকারির কাণ্ড দেখে হতবাক চতুষ্পদ, ভাইরাল ভিডিয়ো

শিকারিকে দেখে আঁতকে উঠে লাফিয়ে উঠল ভালুকটি। সামনের দুই পা তুলে বাঘের মুখোমুখি দাঁড়িয়ে পড়ল সে। ভালুকটি যখন বাঘের সঙ্গে লড়াই করতে প্রস্তুত, তখন গা এলিয়ে বসে পড়ল বাঘটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৩:২৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গভীর জঙ্গল থেকে জলাশয়ের দিকে হেলেদুলে হেঁটে যাচ্ছে একটি ভালুক। হঠাৎ পিছন থেকে তাকে তাড়া করল বাঘ। ভালুকের পিছনে জোরে দৌড় দিল সে। বাঘকে তেড়ে আসতে দেখে ভয়ে লাফিয়ে উঠল ভালুকটি। নিজেকে বাঁচানোর জন্য আক্রমণের ভঙ্গিতে সামনের দুই পা তুলে ফেলল সে। কিন্তু ভালুককে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখার পর শিকার করার ইচ্ছা চলে গেল বাঘটির। আলসেমিতে পেয়ে বসল তাকে। তাই গা এলিয়ে জঙ্গলে শুয়ে পড়ল সে। বাঘের কাণ্ড দেখে হতবাক হয়ে গেল ভালুক। পালাতে গিয়েও মাঝেমাঝে পিছু ফিরে বাঘটিকে দেখছিল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মুক্তা_আমেতা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ভালুককে তাড়া করছে একটি বাঘ। শিকারিকে দেখে আঁতকে উঠে লাফিয়ে উঠল ভালুকটি। সামনের দুই পা তুলে বাঘের মুখোমুখি দাঁড়িয়ে পড়ল সে। ভালুকটি যখন বাঘের সঙ্গে লড়াই করতে প্রস্তুত, তখন গা এলিয়ে বসে পড়ল বাঘটি। তার হাবভাব দেখে অবাক হয়ে গেল ভালুকটি। বাঘের দিকে তাকিয়ে ধীর পায়ে পিছিয়ে যেতে শুরু করল সে। সেখান থেকে চলে যাওয়ার সময়ও ঘাড় ঘুরিয়ে বাঘের দিকে তাকাল ভালুকটি।

বাঘটি যে তাকে আক্রমণ না করে বসে পড়ল তা কিছুতেই বিশ্বাস করতে পারছে না ভালুকটি। জলাশয়ের দিকে দৌড়ে যাওয়ার মাঝেও বার বার দাঁড়িয়ে পড়ে বাঘের দিকে তাকাচ্ছিল সে। কিন্তু বাঘের কোনও হেলদোল নেই দেখে সে নিশ্চিন্ত হয়ে জল পান করতে শুরু করল। কিছু ক্ষণ পর বাঘটিও হেলেদুলে জঙ্গলের অন্য দিকে চলে গেল। ঘটনাটি রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে ঘটেছে। এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এক পর্যটক। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘শিকার করতে গিয়ে মাঝপথেই অলস হয়ে পড়ল বাঘটি। তাই বসে খানিক ক্ষণ বিশ্রাম নিয়ে ফেলল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement