ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খাঁচায় বন্দি ভালুককে বাক্সভর্তি ফল খেতে দিয়েছিলেন চিড়িয়াখানার কর্মীরা। লোভে পড়ে পুরো বাক্সই ফাঁকা করে দিয়েছিল ভালুকটি। কিন্তু লোভের মাসুল দিতে হল তাকে। ফল খাওয়ার কিছু ক্ষণ পর পেটে প্রবল ব্যথা শুরু হল তার। যন্ত্রণায় কাতরাতে শুরু করল সে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে ছুটলেন চিড়িয়াখানার কর্মীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মেট্রো.সিও.ইউকে’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ভালুককে স্ট্রেচারে শুইয়ে হাসপাতালের কর্মীরা নিয়ে যাচ্ছেন। তার পর ভালুকটিকে সিটি স্ক্যানের ভিতর শুইয়ে দেওয়া হল। এই ঘটনাটি ইস্তানবুলের একটি চিড়িয়াখানায় ঘটেছে।
সেখানকার একটি ভালুককে ফল খেতে দিয়েছিলেন চিড়িয়াখানার কর্মীরা। লোভে পড়ে অতিরিক্ত ফল খেয়ে ফেলেছিল ভালুকটি। কিছু ক্ষণ পর যন্ত্রণায় ছটফট করতে শুরু করে সে। দেরি না করে তাকে নিয়ে পশু হাসপাতালে ছুটে যান চিড়িয়াখানার কর্মীরা। ভালুকের স্বাস্থ্যপরীক্ষা করে তার চিকিৎসা চলে। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরে ভালুকটি। এই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘লোভ সামলাতে না পেরে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ভালুকটি।’’